খবর

Petrol Diesel Price: রবিবারের বাজারে দাম পরিবর্তন পেট্রোল ডিজেলের, কোন শহরে কত হল! জানুন বিস্তারিত

আজ রবিবার, সপ্তাহের প্রথম দিনে বেশ কিছু শহরে পরিবর্তিত হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম।

Advertisements

Petrol Diesel Price: যতদিন যাচ্ছে পেট্রোল ও ডিজেলের দামে মাথায় হাত পড়ছে সাধারণ মানুষের। উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম। আজ রবিবার, সপ্তাহের প্রথম দিনে বেশ কিছু শহরে পরিবর্তিত হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। মূলত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠা নামার প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। আজ সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের নতুন দাম প্রকাশ করা হয়েছে। বিভিন্ন শহরে তেলের দামের হ্রাস-বৃদ্ধি ঘটেছে আজ। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে অপরিশোধিত তেলের দামও। শুক্রবার, WTI অপরিশোধিত তেলের দাম ০.৭৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে ব্যারেল প্রতি ৮৭.৫১ ডলারে ছিল। সেখানে ব্রেন্ট ক্রুড অয়েল ০.৮১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ছিল ৯০.৬৫ ডলারে।

Today Petrol Diesel prices in Kolkata

Petrol Diesel

Advertisements

আজ কলকাতায় পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা প্রতি লিটার। ২৪ ফেব্রুয়ারি থেকে দাম স্থিতিশীল রাখায় টানা ৭ মাস ধরে কলকাতায় তেলের দাম অপরিবর্তিত আছে।

আজ কলকাতায় ডিজেলের দাম রয়েছে ৯২.৭৬ টাকা প্রতি লিটার।

Advertisements

Petrol-Diesel Prices In Three Metro Cities

চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম: 

Petrol Diesel Price: রবিবারের বাজারে দাম পরিবর্তন পেট্রোল ডিজেলের, কোন শহরে কত হল! জানুন বিস্তারিত

মুম্বই– পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা প্রতি লিটার।

চেন্নাই– পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল লিটার প্রতি ৯৪.২৪ টাকা।

নয়াদিল্লি– পেট্রোল ৯৬.৭২টাকা, ডিজেল প্রতি লিটার ৮৯.৬২ টাকা।

এবার দেশের এই ব্যাঙ্কটিকে ‘বিক্রির’ পরিকল্পনা নিল কেন্দ্র, শুরু বেসরকারিকরণের পালা

Petrol and Diesel Prices In Different Cities of the country

Petrol Diesel Price: রবিবারের বাজারে দাম পরিবর্তন পেট্রোল ডিজেলের, কোন শহরে কত হল! জানুন বিস্তারিত

দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম: 

আগ্রা – পেট্রোল ১২ পয়সা বৃদ্ধি পেয়ে প্রতি লিটারের দাম ৯৬.৩২ টাকা।

ডিজেল ১২ পয়সা বৃদ্ধি পেয়ে প্রতি লিটারের দাম ৯৬.৩২ টাকা।

প্রয়াগরাজ– পেট্রোলের দাম ৬৫ পয়সা হ্রাস পেয়ে হয়েছে ৯৬.৫২ টাকা।

ডিজেলার দাম ৬৩ পয়সা হ্রাস পেয়ে হয়েছে ৮৯.৭৩ টাকা প্রতি লিটার।

নয়ডা – পেট্রোলের দাম ১৫ পয়সা হ্রাস পেয়ে হয়েছে ৯৬.৯২ টাকা।

ডিজেলের দাম ১৪ পয়সা হ্রাস পেয়ে প্রতি লিটারের দাম হয়েছে ৯০.০৮ টাকা।

জয়পুর– পেট্রোলের দাম ৪০ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৮.৪৮ টাকা,

ডিজেলের দাম ৩৬ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৩.৭২ টাকা প্রতি লিটার।

আজমির– পেট্রোলের দাম ২৯ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৮.৩৬ টাকা

ডিজেল ২৬ পয়সা বৃদ্ধি পেয়ে প্রতি লিটারের দাম হয়েছে ৯৩.৬১ টাকা।

পাটনা – পেট্রোলের দাম ৩০ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৭.৫৪ টাকা।

ডিজেলের দাম ২৮ পয়সা বেড়ে হয়েছে ৯৪.৩২ টাকা প্রতি লিটার।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles