Photography forbidden: বিশ্বের এই ৫ স্থানে ফটো তোলা নিষিদ্ধ! বেড়াতে যাওয়ার আগে জেনে নিন
এখন তো আবার হাতে হাতে মুঠোফোন, তাতে ছবি তোলাও অনেক সহজ।

Photography forbidden: ঘুরতে গেলে ফটো তো তুলতেই হবে! নিজের চোখে সাক্ষী থাকার পাশাপাশি তা ক্যামেরা বন্দী করে নিয়ে আসতে হবেই স্মৃতির জন্য। এখন তো আবার হাতে হাতে মুঠোফোন, তাতে ছবি তোলাও অনেক সহজ। তবে এসব থাকলেও বা কি হবে, এমন কিছু জায়গা রয়েছে যেখানে ছবি তোলাই নিষিদ্ধ। স্মৃতি আর সঞ্চয় করে রাখা যাবে না! জানেন কি বিশ্বের এরকম জায়গা কোনগুলি?
Places in The World Where photography forbidden
- আইফেল টাওয়ার
আইফেল টাওয়ারে ঘুরতে গেলে দিনের বেলা ছবি নেওয়া যেতে পারে কিন্তু রাতের বেলা সেখানে ছবি বা ভিডিও করতে গেলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
- সিস্টাইন চ্যাপেল
সিস্টাইন চ্যাপেলে অতিথিদের প্রবেশ অবাধ কিন্তু তাদের মধ্যে কেউই অনুমতি ব্যতীত ছবি তুলতে পারে না।
- তাজমহল
পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিসগুলির মধ্যে ভারতের তাজমহল হল অন্যতম। এর অপূর্ব শোভা বাইরে থেকে উপভোগ করলেও ভিতরে কোন ছবি তোলা যায় না।
- মাইকেলেঞ্জেলোর ডেভি
এই বিশেষ স্তম্ভটি দেখার জন্য গোটা বিশ্বের লোক হাজির হয়। তবে তা আপনি নিজের চোখে যতই উপভোগ করুন না কেন, ক্যামেরার লেন্সে কোনোভাবেই ধরা যাবে না।
- ভ্যালি অফ দ্য কিংস
ঘুরতে যাওয়ার এক অতি সুন্দর জায়গা হল এই ভ্যালি অফ দ্য কিংস কিন্তু এখানে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ।
- ইউনাইটেড আরব এমিরেটস
দেখতে অত্যন্ত সুন্দর হলেও এই ইউনাইটেড আরব এমিরেটসে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ।
বিশ্বের প্রাচীনতম হোটেল কোনটি জানেন? জানুন এই হোটেলের বিশেষত্ব
- ওয়েস্ট মিন্সটার অ্যাবে
ব্রিটেনের সব থেকে সম্মানজনক ল্যান্ডমার্কের মধ্যে এটি হল অন্যতম। বিদেশের পর্যটন কেন্দ্রের মধ্যে অনেকেই এই জায়গায় ঘুরতে যায়। তবে এটি একেবারেই নো ফটোগ্রাফি জোন।
- কেদারনাথ মন্দির
সম্প্রতি ফটোগ্রাফি নিষিদ্ধ এমন জায়গার তালিকায় যুক্ত হয়েছে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির। কিছুদিন আগে এমন একটি ঘটনা ঘটে, যার ফলে এই সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি