খবর

Places Where Sun Never Sets : পৃথিবীর এই ৫ জায়গায় ২৪ ঘন্টাই দিন, রাত কি জানেন না এখানকার বাসিন্দারা

Advertisement
Advertisements

আহ্নিক গতি যার জন্য পৃথিবীতে দিনরাত্রি হয়ে থাকে। সূর্যের চারিদিকে পৃথিবী পাক খেতে খেতে যে অংশটি সূর্যের সামনে থাকে, সেদিকে হয় দিন এবং অপরদিকে থাকে রাত। এর ফলে পৃথিবীর বিভিন্ন জায়গায় ১২ ঘন্টা রাত ১২ ঘণ্টা দিন এভাবেই ভাগ করা থাকে ( Places Where Sun Never Sets )। অনেকেই হয়তো জানে না, এরকম কিছু জায়গা রয়েছে যেখানে কখনোই রাতের অন্ধকার নেমে আসে না ।

Five Places Where Sun Never Sets :

Places Where The Sun Never Sets

নরওয়ে- নরওয়েকে মধ্যরাতের সূর্যের দেশ বলা হয় তা সকলেই জানে। এখানে মে মাসের শেষ থেকে প্রায় জুলাই মাস পর্যন্ত ৭৬ দিন রাত নামেনা। আবার ১০ই এপ্রিল থেকে থেকে ২৩ শে আগস্ট পর্যন্ত দিনরাত দুটোই বর্তমান থাকে।

Places Where The Sun Never Sets

কানাডা – কানাডার প্রায় উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি বিশেষ স্থান নুনাভুত, যেখানে তাপমাত্রা থাকে দুই ডিগ্রির কাছাকাছি । এই অঞ্চলটিতে প্রায় দু’মাস টানা সূর্যের আলো দেখতে পাওয়া যায়। আবার ওপরদিকে একমাস টানা রাতের অন্ধকার থাকে।

Places Where The Sun Never Sets

আইসল্যান্ড- আইসল্যান্ডে জুন মাসে কখনোই রাতের অন্ধকার দেখা যায় না। এই ব্যতীত সমস্ত গ্রীষ্মকাল জুড়ে রাত হয়।

Places Where The Sun Never Sets

আলাস্কা – আলাস্কার এক বিশেষ জায়গা ব্যারো, যেখানে মে মাসের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত রাতের অন্ধকার দেখা যায় না। আবার নভেম্বরের পরেই প্রায় টানা 30 দিন সূর্যর দেখা মেলে না। এই স্থানে বলা চলে গোটা শীতকালটাই অন্ধকারাচ্ছন্ন থাকে। এই জায়গাটিকে পোলার নাইট বলা হয়।

Places Where The Sun Never Sets

সুইডেন – সুইডেনে মে-আগস্ট মাস করে প্রায় মাঝ রাতে সূর্য অস্ত যায়। আবার চারটের সময় সূর্য উদয় হয়ে যায়। আবার টানা ছয় মাস এখানে রাতের অন্ধকার দেখা যায়না।

Related Articles