PNB Recruitment 2023: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ২৪০টি শূন্যপদে চাকরির সুযোগ, জেনে নিন আবেদন পদ্ধতি
বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল।

PNB Recruitment 2023:
বর্তমানে চাকরির দুর্মূলের বাজারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank Vacancy) নিয়ে এলো বিরাট সুযোগ। বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল (PNB Recruitment)। এছাড়াও ব্যাংক থেকে দেওয়া হবে, বেশ আকর্ষণীয় স্যালারি এবং আরো অন্যান্য সুবিধা। তাহলে এক ঝলকে দেখে নিন সবকিছু।
Punjab National Bank Recruitment 2023 নিয়োগ পদ্ধতি
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিয়োগের জন্য লিখিত এবং ইন্টারভিউ দুটি পদ্ধতি অবলম্বন করা হবে। লিখিত পরীক্ষা হবে অনলাইনে, পরীক্ষা কেন্দ্রে গিয়ে। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী সময়ে থাকবে ইন্টারভিউ।
আবেদন প্রক্রিয়া
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjub National Bank) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন ইচ্ছুকেরা।
অফিসিয়ালসাইট- http://www.pnbindia.in
আবেদন করার জন্য অসংরক্ষিতদের দিতে হবে ১১৮০ টাকা এবং সংরক্ষিতদের দিতে হবে ৫৯ টাকা।
নিয়োগ পদ- 
মোট ২৪০ টি পদের জন্য আবেদন করা যাবে
- অফিসার-ক্রেডিট,
- অফিসার-ইন্ডাস্ট্রি,
- অফিসার-সিভিল ইঞ্জিনিয়ার,
- অফিসার-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার,
- অফিসার-আর্কিটেক্ট,
- অফিসার-ইকোনমিক্স,
- ম্যানেজার-ইকোনমিক্স,
- ম্যানেজার-ডেটা সায়েন্টিস্ট,
- সিনিয়র ম্যানেজার-ডেটা সায়েন্টিস্ট,
- ম্যানেজার-সাইবার সিকিউরিটি,
- সিনিয়র ম্যানেজার-সাইবার সিকিউরিটি
চাকরিপ্রার্থীর বয়স- চাকরিপ্রার্থীর বয়স ২১ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে।
বেতন- বিভিন্ন পদ অনুযায়ী ৩৬,০০০ থেকে ৬৩,৮৪০ অপরদিকে ৬৩,৮৪০ থেকে ৭৮,২৩০ টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে, সাথে আরো অনেক সুযোগ সুবিধা।
যোগ্যতা- অফিসার ইন্ডাস্ট্রি পদে আবেদন করার জন্য ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, মেকানিক্যাল, সিভিল, টেক্সটাইল, মাইনিং, মেটালার্জি ইঞ্জিনিয়ারিং-এ ৫০ শতাংশ নাম্বার পেতে হবে। এর সাথে আলাদা করে অভিজ্ঞতা থাকাও আবশ্যক।
আবেদনের শেষ তারিখ- ১১ই জুন পর্যন্ত আবেদন করা যাবে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি