টেকনোলজি

Poco C51: মাত্র ৬০০০ টাকায় পাওয়া যাবে ৭ জিবি র‍্যামের ফোন! দেরি না করে দেখে নিন বিস্তারিত

Advertisements

Poco C51: ৭ জিবি র‍্যাম আবার ১২০ এইচজেড ডিসপ্লে, তাও মাত্র ৬০০০ টাকায়! শুনতে অবাক লাগলেও এমন ফোনই ভারতীয় বাজারে নিয়ে এসেছে পোকো (Poco)। এপ্রিলে লঞ্চ হয়েছে poco C51, যা পাওয়া যাচ্ছে অত্যন্ত কম দামে তবে অধিক ফিচারসহ। স্বাভাবিকভাবেই এর বিক্রিও বেশ ভালো পরিমান হয়েছে বিভিন্ন ই-কমার্স সাইট থেকে। এবার এই ফোনের উপর দেওয়া হচ্ছে আরো বাড়তি ছাড়। যদিও এই পোকো আগেও দেশীয় বাজারে অনেক সস্তার ফোন এনেছিল। তাহলে আর দেরি না করে জেনে নিন বিস্তারিত।

এক ঝলকে

Advertisements

Poco C51: Price

Poco C51

পোকোর এই ফোনটি ভারতীয় বাজারে যখন লঞ্চ হয়, তখন এর মূল্য ছিল ৮,৪৯৯ টাকা। তবে এখন পাওয়া যাচ্ছে বাড়তি ছাড়। যার ফলে ২,৫০০ টাকা ফোনের দাম কমে গিয়ে বর্তমান মূল্য দাঁড়িয়েছে মাত্র ৬০০০ টাকা। এর সাথে পাওয়া যাচ্ছে ৫০ জিবি ফ্রি ডেটাও। যদি গ্রাহকেরা এই ফোনটি ফ্লিপকার্ট থেকে কেনে এবং এয়ারটেল সিম দিয়ে ব্যবহার করেন।

Advertisements

মাত্র ৭৩৯৯ টাকায় কিনে নিন গুগল পিক্সেল ৭, ফ্লিপকার্ট নিয়ে এলো ধামাকাদার অফার!

Poco C51: Features

Poco C51

পোকোর (Poco) নতুন লঞ্চ হওয়া এই ফোনটিতে থাকছে ৪+ ৬৪ জিবি র‍্যাম ও স্টোরেজ। এর সাথে রয়েছে ৬.৫২ ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং ১২২ এফজেড রিফ্রেশ রেট, জি৩৬ মিডিয়াটেক প্রসেসর। এছাড়া পোকোর এই মডেলে দেওয়া হবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি থাকবে ৫০০০ এমএএইচ।

Poco C51

এই অফার যদিও থাকবে সীমিত সময়ের জন্য। তাই যেসব মোবাইল প্রেমীর কিনতে ইচ্ছুক, তারা দেরি না করে কিনে নিন।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles