Zee Bangla: সাত মাসের মাথায় হঠাৎই বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক!
বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে নিম ফুলের মধু '(Neem Phooler Madhu)' অন্যতম।

Zee Bangla: বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে নিম ফুলের মধু ‘(Neem Phooler Madhu)’ অন্যতম। বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকাতেও ভালো ফল করছে এই ধারাবাহিক। তবে আচমকাই জন্মাষ্টমীর দিন বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। কিন্তু টিআরপি তালিকায় ভালো ফলাফল করার পরেও কেন বন্ধ হচ্ছে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক!
Neem Phooler Madhu Zee Bangla
জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক বর্তমানে মানুষের মনে বেশ ভালো জায়গা করে নিয়েছে। প্রতিদিন সন্ধ্যায় টিভির পর্দায় এই ধারাবাহিক দেখতে উৎসুক থাকেন দর্শকরা। আসলে ধারাবাহিকের মুখ্য চরিত্র পর্ণার বিচার-বুদ্ধি এবং সাহসী মনোভাব সকলেরই পছন্দের। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন, বাবা মায়ের আদুরে মেয়ে পর্ণা বিয়ে করে আসে দত্ত বাড়িতে। তবে বিয়ের পর থেকেই একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে। কিন্তু কোনো পরিস্থিতিতেই হার না মেনে নিজের বিচার বুদ্ধি দিয়ে সব কিছুর মোকাবিলা করেছে সে।
প্রথম থেকেই নিজের শশুরবাড়ির প্রতিটি মানুষের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে তাদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েছে পর্ণা। তবে এত কিছুর পরেও শাশুড়ির মন পায়নি সে। সম্প্রতি পর্ণার স্বামী সৃজনের জীবনে ঘনিয়ে আসে মহাবিপদ। চাকরি চলে যায় সৃজনের। চাকরির চেষ্টায় বাইরে যাওয়ার পরিকল্পনা করে সৃজন। কিন্তু পর্ণা সৃজনকে নিজের থেকে দূরে যেতে দিতে চায়নি, তাই সে নিজেই বিপাশা ম্যাডাম সেজে সৃজনকে কলকাতাতে কাজের অফার দেয়। তার অর্ডারে কলকাতায় শাড়ি ডিজাইং ও বিক্রি করা শুরু করে সৃজন। এই ব্যবসায় ভালো সাফল্য মিললেও তিন্নি আর বটব্যালের চক্রান্তে সৃজন ও কৃষ্ণার সামনে চলে আসে আসল সত্যি। পর্ণাই সৃজনকে কাজ দিয়েছে এই কথা শুনে তার উপর চটে যায় কৃষ্ণা এবং সৃজন। তার উপর রেগে গিয়ে পর্ণাকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্যও বলে সৃজনের মা। তবে ডিভোর্সের আগে পর্ণার দেওয়া সকল টাকা ফেরত দিয়ে দেবে বলে জানায় কৃষ্ণা।
তবে সৃজন সিদ্ধান্ত নেয় ব্যাবসা চালিয়ে গেলেও পর্ণার কোনো সাহায্য নেবে না সে। সে ঈশা নামের আর একটি মেয়েকে শাড়ির কথায় কাজ দেয়। ঈশা আবার পর্নার পুরনো শত্রু তাই সে ঠিক করে এইবারই পর্ণাকে মাত দিয়ে কোম্পানির মালিক হবে সে। ঈশা পর্ণার সঙ্গে টক্কর দিতে গিয়ে সৃজনের ব্যবসার ক্ষতি করে। সম্প্রতি টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, অলিভিয়া শাড়ি অ্যাপ প্রতিযোগিতাতে নাম দিয়েছে পর্ণা। কিন্তু পর্ণার শাড়ি বিচারকদের পছন্দ হয় না, উল্টে তাদের নিজস্ব ডিজাইনকে কপি করার জন্য বিচারকরা পর্নার ওপর বেজায় চটে যায়। ডিজাইন দেখে পর্ণা স্পষ্ট বুঝতে পারে যে এই ডিজাইন তার করা নয়। পর্ণা সন্দেহ করে, ঈশা ডিজাইন পাল্টে দিয়েছে। যদিও এরপর পর্ণা তার ডিজাইন করা শাড়ি খুঁজে বের করে বিচারকদের হাতে তুলে দেয় ও বিচারকরা তাতে খুশিও হয়। বর্তমানে ঈশার চক্রান্ত কবে সৃজনের সামনে আসবে সেই অপেক্ষায় রয়েছেন সকল দর্শক।
তবে এই টানটান উত্তেজনার মাঝে ধারাবাহিকটি বন্ধ হওয়ায় বেশ দুঃখ প্রকাশ করেছেন দর্শকরা। কেন বন্ধ হয়ে যাচ্ছে তাদের প্রিয় ধারাবাহিক! এই কথাই ভাবছেন তারা। তবে ধারাবাহিকটি সম্পূর্ণরূপে বন্ধ হচ্ছে না। ৭ই সেপ্টেম্বর জন্মাষ্টমীর জন্য ফুলকি ধারাবাহিকে এক ঘন্টার মহা পর্ব সম্প্রচারিত হবে। যার কারণে সেইদিন নিম ফুলের মধু ধারাবাহিকের সম্প্রচার হবে না। তবে ফুলকি ধারাবাহিকের এক ঘন্টার মহাপর্বে নিম ফুলের মতো ধারাবাহিকের বেশ কিছু চরিত্রকেই দেখতে পাওয়া যাবে এমনকি থাকবে দর্শকের প্রিয় পর্ণাও। এখন সৃজনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে আবার কবে পর্ণা ও সৃজন কাছাকাছি আসবে তা দেখা যাবে ধারাবাহিকের পরবর্তী এপিসোডগুলিতে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি