ফাইনান্স

Post Office Scheme : সুদের হার বাড়ালো সরকার! পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলেই মাসে মাসে মিলবে মোটা অংকের টাকা

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সরকার নিয়ে এলো মাসিক ইনকাম স্কিম। কিভাবে করা যাবে এই স্ক্রিমে বিনিয়োগ?

Advertisements

Post office Scheme: পোস্ট অফিসের গ্রাহকদের জন্য সুখবর। এবার থেকে একবার বিনিয়োগ করেই প্রতি মাসে নিশ্চিত আয় পাবেন গ্রাহকরা। বলা যেতে পারে এটি একটি পেনশন প্রকল্প। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সরকার নিয়ে এলো মাসিক ইনকাম স্কিম (Post Office Monthly Income Scheme)। কিভাবে করা যাবে এই স্ক্রিমে বিনিয়োগ? কিভাবেই বা সুবিধা পাবেন গ্রাহকরা? কত টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে বিনিয়োগকারির সেভিংস অ্যাকাউন্টে জমা হবে টাকা? জেনে নেওয়া যাক বিস্তারিত।

Post Office Monthly Income Scheme

Post office

পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে (Post Office Monthly Income Scheme) মাত্র একবার বিনিয়োগ করতে হবে গ্রাহকদের। আর তার পরিবর্তে প্রতি মাসে হবে আয়। এমনকি সরকারি এই স্কিমে নিরাপদে থাকবে গ্রাহকদের টাকা। এই স্কিমে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে এক মাস পূর্ণ হলেই সুদ পাওয়া শুরু হয়ে যাবে।

Advertisements

এই স্কিমের লক-ইন পিরিয়ড 5 বছর

Post office

পোস্ট অফিসের এই স্কিমের লক-ইন পিরিয়ড 5 বছরের। এই স্কিমের জনপ্রিয়তার কারণেই সরকার এর সুদের হার বাড়িয়েছে। 5 বছর অ্যাকাউন্টে টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি সময় সম্পূর্ণ হলেই গ্রাহকরা ফেরত পাবেন মূলধন।

৬০০ টাকা বিনিয়োগ করে হয়ে যান কোটিপতি! পোস্ট অফিস নিয়ে এলো ধামাকাদার স্কিম

থাকছে কী সুবিধা?

Post Office

সেভিংস অ্যাকাউন্টে যে পরিমাণে সুদ পান গ্রাহকরা তার চাইতে দ্বিগুণ সুবিধা পাবেন পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে (Post Office Monthly Income Scheme)। বলা বাহুল্য, সুদের ওপর সুদ পাবেন বিনিয়োগকারীরা। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, কোন গ্রাহক যদি পোস্ট অফিসের এই প্রকল্পে 4.5 লক্ষ্য টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি যে শুধুমাত্র মেয়াদ পূর্তিতেই সুদ পাবেন এমনটা নয়। পুনরাবৃত্ত আমানত বিনিয়োগের সুদও পাবেন।

পোস্ট অফিসের মাসিক আয় স্কিম ক্যালকুলেটর

প্রতি মাসে সুদ প্রতি মাসে অর্জিত সুদ পুনরাবৃত্ত আমানত
5 লক্ষ বিনিয়োগ (মূল)+{3.083 ( প্রতিমাসে অর্জিত সুদ)* 60 মাস} = 6,84,980 5 লক্ষ বিনিয়োগ (মূল) + {3,083(প্রতি মাসে অর্জিত সুদ)*60 মাস} = 6,84,980  60 মাসের জন্য পুনরাবৃত্ত আমানত (6.9% সুদে)

 

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles