ফাইনান্স

Post Office Scheme: পোস্ট অফিসের ধামাকাদার স্কিম! মাত্র ১২ হাজার টাকার বিনিময়ে পেয়ে যান ১ কোটি টাকা, জেনে নিন বিস্তারিত

পোস্ট অফিসও অনেক নির্ভরযোগ্য এবং লাভজনক উভয়ে অর্থ সঞ্চয় করে।

Advertisements

Post Office PPF Scheme: সাধারণ মানুষ অর্থ উপার্জনের পাশাপাশি তা সঞ্চয় করার দিকেও বিশেষ মনোযোগী হয়ে পড়ে। এক্ষেত্রে পোস্ট অফিসের (Post office) মতো সংস্থাগুলিতে, নিত্য নতুন স্কিমের আওতায় অর্থ রাখে সাধারণ মানুষ। পোস্ট (Post office) অফিসও অনেক নির্ভরযোগ্য এবং লাভজনক উভয়ে অর্থ সঞ্চয় করে। পোস্ট অফিসের নানান স্কিমের মধ্যে পাবলিক প্রাইভেটেড ফান্ড (PPF) হল একটি অন্যতম লাভজনক স্কিম। এই দীর্ঘমেয়াদী স্কিমে খুব অল্প বিনিয়োগেই বেশি টাকা লাভ করা যায়।

Post office Safest Investment

Post office

এই স্কিমে বিনিয়োগ করার সম্পূর্ণভাবে নিরাপদ। এছাড়া বলা বাহুল্য পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে সুদের পরিমাণও বেশ ভালো। মোট অর্থের ওপরে ত্রৈমাসিক ভিত্তিতে ৭.১% হারে সুদ দেওয়া হয়। যার ফলে এককালীন বেশ ভালো পরিমান টাকা পাওয়া যায়।

Advertisements

Benefit on Tax

Post office

এছাড়াও এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে আয়কর দপ্তরের পক্ষ থেকে বিশেষ ছাড় দেওয়া হয়। ২ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ করমুক্ত এই স্কিম।

Account Can be Opened in Bank Branch

যেকোনো আমানতকারী অ্যাকাউন্ট খোলার জন্য নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে অর্থ বিনিয়োগ করতে পারে।

মাত্র ৫০০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যাবে।

প্রতিবছর প্রায় ১.৫ টাকা পর্যন্ত টাকা জমা করা যাবে।

অ্যাকাউন্টের সময়কাল হবে ১৫ বছর। তবে নির্দিষ্ট সময় পর আরও ১০ বছর স্কিমের মেয়াদ বাড়ানো যাবে।

৬০০ টাকা বিনিয়োগ করে হয়ে যান কোটিপতি! পোস্ট অফিস নিয়ে এলো ধামাকাদার স্কিম

Post office

Will Make Crorepati by Investing Rs 12,500 Every Month

এই স্কিমে ১ লক্ষ টাকা রিটার্ন পাওয়ার অন্যতম পদ্ধতি হল, প্রতিমাসে ১২,৫০০ টাকা করে জমা করতে হবে। এভাবে ১৫ বছর পরে মোট অর্থের পরিমাণ হবে ৪০.৬৮ লক্ষ টাকা। এতে আমানতকারীর বিনিয়োগ করা টাকা থাকবে ২২.৫০ লক্ষ টাকা এবং মোট অর্থের ওপর সুদের পরিমাণ থাকবে ১৮.১৮ লক্ষ টাকা।

There Will be a Profit of Crores Like This

Post office

তবে কেউ যদি এই টাকাটিকে ১ কোটি টাকা পর্যন্ত নিয়ে যেতে চায়, তাহলে তাকে ১৫ বছরের পর ৫-৫ বছরে স্কিমটিকে টেনে নিয়ে যেতে হবে। সে ক্ষেত্রে এটি ২৫ বছরে চলে যাবে। এরপরে আমানতকারীর বিনিয়োগ করা অর্থের পরিমাণ হবে ৩৭.৫০ লক্ষ টাকা। অপরদিকে সুদের পরিমাণ থাকবে ৬৪.৫৮ লক্ষ টাকা। যা দাঁড়াবে প্রায় ১.০৩ কোটি টাকায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles