Post Office Recruitment : চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ! মাধ্যমিক পাশেই পোস্ট অফিসে চাকরি

Post Office Recruitment : বেকার যুবকদের জন্য মোটা অংকের বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় পোস্ট অফিস (Post Office Recruitment)। যেখানে উপযুক্ত যোগ্যতা এবং কর্মদক্ষতা থাকলেই পাওয়া যেতে পারে ভারতীয় ডাক বিভাগের এই চাকরি। চাকরির এই মন্দার বাজারে ডাক বিভাগে 5 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ডাক বিভাগ।
Post Office Recruitment
সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে ডাক বিভাগের মোট 5 শূন্য পদে নিয়োগ করা হবে (Post Office Recruitment)। যার মধ্যে মোটর ভিকেলস মেকানিক পদে রয়েছে 2 শুন্যপদ। যার মধ্যে 1 রয়েছে অসংরক্ষিত এবং 1 সংরক্ষিত। মোটর ভিকেলস ইলেকট্রিশিয়ান পদে রয়েছে 1 টি শুন্যপদ। যেটি ওবিসি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। ডাক বিভাগের পেইন্টার পদে রয়েছে 1 শুন্যপদ। যা তপশিলি উপজাতি বিভাগের সংরক্ষিত। এছাড়াও রয়েছে টায়ার ম্যান পদে 1 শুন্যপদ যা অসংরক্ষিত রয়েছে।
ডাক বিভাগের এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই শূন্যপদ গুলিতে আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 হতে হবে। তবে তপশিলি জাতি কিংবা উপজাতিদের জন্য 5 বছর করে বিশেষ ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। এমনকি ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে।
৬০০ টাকা বিনিয়োগ করে হয়ে যান কোটিপতি! পোস্ট অফিস নিয়ে এলো ধামাকাদার স্কিম
সরকার কর্তৃক স্বীকৃত যে কোন কারিগরি প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বাণিজ্যে একটি শংসাপত্র থাকতে হবে। কিংবা অষ্টম শ্রেণীর সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা সহ উত্তীর্ণ হতে হবে। যে সমস্ত প্রার্থীরা মোটর ভেহিকেল মেকানিক পদের জন্য আবেদন করবেন তাদের কাছে থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এই পদে প্রতিমাসে 19,900-63,200 টাকা পর্যন্ত মিলবে পারিশ্রমিক। একজন আবেদনকারী বিভিন্ন বিভাগে আবেদন করতে পারেন। তবে সেক্ষেত্রে আলাদা আলাদা খামে, খামের ওপর ট্রেডের নাম লিখে তা স্পিড পোস্টের মাধ্যমে আগস্ট মাসের 5 তারিখ, বিকেল 5 টার মধ্যে পাঠাতে হবে ভারতীয় ডাক বিভাগের দপ্তরে। তবে আবেদনকারীদের অবশ্যই ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি