Post Office Scheme: ব্যবসা শুরু করতে সাহায্য করবে পোস্ট অফিস, উপার্জন হবে লাখ টাকা! জেনে নিন বিস্তারিত

Post Office Scheme: ভবিষ্যতের জন্য টাকা জমানোর ক্ষেত্রে পোস্ট অফিসের (Post Office) মতো সংস্থা সবসময়ই প্রথম পছন্দ হয় সকলের। সাধারণ মানুষ ভরসা যোগ্য স্থান হিসেবে বরাবরই পোস্ট অফিসকে বেছে নেয়। পোস্ট অফিসে সাধারণ মানুষের কথা ভেবে নিত্য নতুন স্কিম নিয়ে আসছে। সেরকমই যারা নিজেদের ব্যবসা শুরু করতে চাইছে, তাদের কথা মাথায় রেখেই পোস্ট অফিস নিয়ে এল নয়া স্কিম। ৫০০০ টাকার বিনিময়ে নিজের ব্যবসার দ্বারা উপার্জন করা যাবে প্রায় লাখ টাকা। তাহলে আর দেরি না করে জেনে নিন বিস্তারিত।
Post Office New Scheme
যারা নিজেদের ব্যবসা শুরু করতে চাইছে তাদের জন্য পোস্ট অফিস অর্থ প্রদান করতে চলেছে আর এই স্কিমের নাম হতে চলেছে পোস্ট অফিস ফ্রাঞ্চাইসি স্কিম (Post Office Franchise Scheme)। যার মাধ্যমে অতি সহজেই নিজের ব্যবসা শুরু করা যাবে।
Post Office Franchise Scheme: Eligibility Criteria
পোস্ট অফিসের এই স্কিমে আবেদন করার জন্য অবশ্যই গ্রাহককে ভারতীয় হতে হবে এবং বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
তবে সংরক্ষিত কাস্টদের জন্য বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে।
আবেদনকারীকে কমপক্ষে দশম শ্রেণী পাস করতে হবে কোন স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে।
Post Office Scheme: How to Apply
পোস্ট অফিসের এই নতুন ফ্রাঞ্চাইসি স্কিমে আবেদন করার জন্য https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf এই ওয়েবসাইটটিতে যেতে হবে এবং সেখান থেকে নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করে নিয়ে, তা যথাযথ তথ্য দিয়ে পূরণ করে জমা করতে হবে।
Post Office Scheme: Earning
পোস্ট অফিসের প্রদান করা অর্থের মাধ্যমে ফ্রাঞ্চাইসি কিনে এই ব্যবসা শুরু করা যাবে। এরপর যে ফ্রাঞ্চাইজি কেনা হবে, তার ওপর নির্ভর করছে মাসে অর্থ উপার্জনের পরিমাণ। ঠিক যেরকম পণ্য বিক্রি হবে বা যেরকম পরিষেবা প্রদান করা হবে, তার ওপর ভিত্তি করে মাসে ২০ হাজার থেকে ৮০ হাজার টাকা অর্থ উপার্জন করা যাবে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি