খবর

Post Office Vacancy: মাধ্যমিক পাশে সরাসরি চাকরি, পোস্ট অফিসে রাজ্যজুড়ে 12,000 শূন্যপদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

বর্তমানে দুর্মূল্যের বাজারে চাকরি প্রায় অধরা হয়ে দাঁড়িয়েছে।

Advertisement
Advertisements

Post office Vacancy: মাধ্যমিক পাশেই মিলবে পোস্ট অফিসে চাকরি, ১২ হাজার শূন্যপদে নিয়োগ শুরু

বর্তমানে দুর্মূল্যের বাজারে চাকরি প্রায় অধরা হয়ে দাঁড়িয়েছে। এই সময় দাঁড়িয়ে সরকারি চাকরির আশা চাকরি প্রার্থীরা প্রায় ছেড়ে দিয়েছে। হঠাৎ করেই আশার আলো দেখালো, ইন্ডিয়ান পোস্ট অফিস (Indian Post office)। শুধুমাত্র মাধ্যমিক পাশেই প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এই সংস্থা। তবে এই পরীক্ষায় বসার জন্য কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, নম্বরের ভিত্তিতেই নিয়োগ সম্পন্ন হবে। তাই দেরি না করে দেখে নিন বিস্তারিত।

Post Office Vacancy  নিয়োগ পদ্ধতি

Post Office Vacancy

কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিস থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (Post Office Vacancy)। যেখানে ভারতের বিভিন্ন প্রান্তের সাথে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরাও আবেদন করতে পারে। এই চাকরিতে আবেদনের জন্য কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট বেরোবে এবং সেই অনুযায়ী যোগ্য প্রার্থীদের থেকে বেছে নেওয়া হবে।

শূন্যপদের সংখ্যা

দেশের বিভিন্ন রাজ্য জুড়ে প্রায় ১২,৮২৮ পদে কর্মী নিয়োগ শুরু হতে চলেছে।

চাকরিপ্রার্থীর বয়স

ইন্ডিয়ান পোস্ট অফিসের (Indian Post Office Vacancy) আবেদনের জন্য সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়স হতে হবে। তবে সংরক্ষিতদের জন্য এই বয়স কিছুটা ছাড় রয়েছে।

Post Office Vacancy

কোন পোস্টের জন্য আবেদন করা যাবে

আপাতত দুটি পোস্ট পদের জন্য আবেদন করা যাচ্ছে।

  • ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার (BPM)
  • অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM)

বেতন

  • ব্রাঞ্চ পোস্টমাস্টারের মাসিক বেতন হবে ১২০০০- ২৯,৩৮০ এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের বেতন ১০,০০০-২৪,৪৭০।

কিভাবে আবেদন করবেন

আবেদন প্রক্রিয়া হবে সম্পূর্ণ অনলাইনে।

  • ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে (www.Indiapost.gov.in) তে হবে। এরপর সেখান থেকে অনলাইন রেজিস্ট্রেশন ও ফর্ম ফিলাপ করতে হবে।
  • নিজের মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিতে হবে।

Post Office Vacancy

  • এরপর যাবতীয় বায়োডাটা যেমন শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, অভিভাবকের নাম, নিজের নাম ইত্যাদি দিয়ে যথাযথভাবে ফরমটি ফিলাপ করতে হবে।
  •  এরপর নিজের সই এবং পাসপোর্ট সাইজের ছবি দিয়ে ফরমটি ফিলাপ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। অবশ্যই নিজের কাছে এর একটি প্রিন্ট আউট রেখে দিতে হবে।

আবেদনের সময়

  • ১১/৬/২/২০২৩ তারিখ পর্যন্ত শেষ আবেদন করা যাবে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে

Related Articles