ফাইনান্স

PPF: নিজের সন্তানের ভবিষ্যত সুনিশ্চিত করতে মাত্র 100 টাকা বিনিয়োগে খুলুন পিপিএফ অ্যাকাউন্ট, বিস্তারিত জানুন

সন্তানদের কথা চিন্তা করেও অনেকেই বিনিয়োগ করে থাকেন এই মাধ্যমে। নিয়ম অনুসারে, যেকোনো ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন বিনিয়োগকারীরা।

Advertisements

PPF : পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) হল নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করার একটি বড়সড় মাধ্যম। অবসর পরবর্তী জীবনের সুরক্ষা নিশ্চিত করতে অনেকেই বিনিয়োগ করেন পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF)। সন্তানদের কথা চিন্তা করেও অনেকেই বিনিয়োগ করে থাকেন এই মাধ্যমে। নিয়ম অনুসারে, যেকোনো ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন বিনিয়োগকারীরা। এর জন্য প্রতি মাসে খরচ করতে হবে নূন্যতম 100 টাকা। আবার কোনো বিনিয়োগকারী চাইলেই প্রতিবছর এই অ্যাকাউন্টে বিনিয়োগ করতে পারবেন ন্যূনতম 500 টাকা।

Public Provident Fund (PPF)

উল্লেখ্য, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) অ্যাকাউন্টে 1.5 লাখ টাকার বার্ষিক বিনিময় করদাতাদের ধারা 80C আয়কর সুবিধা পাওয়ার অধিকারী। এতে থাকে 15 বছরের লগিং মেয়াদ। 12 বছরের কিস্তিতে সর্বাধিক 1.5 লাখ টাকা পর্যন্ত জমা করতে পারবেন বিনিয়োগকারীরা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি কোন ব্যক্তি তার শিশুর 3 বছর বয়স থাকাকালীন একটি পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) অ্যাকাউন্ট খোলেন তাহলে ওই শিশুর 18 বছর বয়স হলে সেটি ভাঙতে পারবেন ওই ব্যক্তি।

PPF

Advertisements

কীভাবে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সঞ্চয় করা যাবে 1 কোটি টাকা?

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) অ্যাকাউন্টে সাধারণত 7.1 শতাংশ হারে সুদ দেওয়া হয় বিনিয়োগকারীদের। ত্রৈমাসিক ভিত্তিতে পাওয়া যায় এই সুদ। অর্থাৎ যদি কোন ব্যক্তি প্রতিবছর অর্থ বিনিয়োগ করেন তাহলে ম্যাচুরিটির সময় তিনি পেয়ে যাবেন 1 কোটি টাকা।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, পাবলিক প্রভিডেন্ট ফান্ডের লগিং ইন পিরিয়ড 15 বছরের জন্য হলেও বিনিয়োগকারীরা চাইলেই বাড়িয়ে নিতে পারেন মেয়াদ।

Advertisements

একাউন্ট থাকলেই পেয়ে যাবেন ৪২ লাখ টাকা, বিরাট ঘোষণা কেন্দ্রীয় সরকারের

PPF

যদি কোন ব্যক্তি 30 বছর বয়সে একটি পিপিএফ অ্যাকাউন্ট খোলেন এবং 15 বছরের জন্য লগিং ইন পিরিয়ড অনুসরণ করেন তাহলে আগামীতে তিনি চাইলে আরও 15 বছর বৃদ্ধি করতে পারবেন মেয়াদ। অর্থাৎ মোট 30 বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন তিনি। ধরে নেওয়া যাক ওই ব্যক্তি প্রতি বছর 1.5 লাখ টাকা করে জমা করছেন পিপিএফ অ্যাকাউন্টে তাহলে ম্যাচরিটির সময় তিনি পেয়ে যাবেন 1.54 কোটি টাকা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles