Project K: যোদ্ধা বেশে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন প্রভাস, ধেয়ে এলো কটাক্ষের বাণ
প্রিয় অভিনেতাকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। তবে সমালোচকেরা কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি।

Project K: মাত্র কয়েকদিন আগেই বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। এই ছবিতে রামের চরিত্রে ধরা দিয়েছিলেন দক্ষিণী অভিনেতা প্রভাস (Prabhas)। মাঝে কয়েকটা দিন যেতে না যেতেই সিনে-প্রেমীদের জন্য নতুন ছবি নিয়ে হাজির হতে চলেছেন অভিনেতা। জোর কদমে চলছে ‘প্রজেক্ট কে’ (Project K) ছবির প্রচার। পরিচালক নাগ অশ্বিনের এই ছবিতে একসঙ্গে কাজ করছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)এবং দক্ষিণী সুপারস্টার প্রভাস (Prabhas)।
বিগত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছিল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ফার্স্ট লুক। ছবিতে এলোমেলো চুলে ধরা দিয়েছেন অভিনেত্রী, চোখে মুখে যেন তার শঙ্কার ছায়া। পরনে কালচে ধূসর রঙের ঢলা পোশাক। যদিও চলচ্চিত্রে দীপিকা ঠিক কেমন চরিত্রে অভিনয় করেছেন তা অবশ্য এখনো জানা যায়নি। তবে বলি কুইনের ছবি প্রকাশ্যে আসতেই সরগরম হয়ে ওঠে নেটপাড়া। আসলে সমালোচকরা দীপিকার এই লুকের মধ্যে খুঁজে পেয়েছেন হলিউড ছবি ‘ডিউন’ এর ছাপ।
Project K Viral Prabas First Look
The Hero rises. From now, the Game changes 🔥
This is Rebel Star #Prabhas from #ProjectK.
First Glimpse on July 20 (USA) & July 21 (INDIA).
To know #WhatisProjectK stay tuned and subscribe: https://t.co/AEDNZ3ni5Q@SrBachchan @ikamalhaasan @deepikapadukone @nagashwin7… pic.twitter.com/oRxVhWq4Yn
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) July 19, 2023
আর এরই মাঝে এবার সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এলো ছবির অভিনেতা প্রভাসের লুক। যোদ্ধা বেশে সমাজ মাধ্যমে ধরা দিলেন তিনি। মাথার লম্বা চুল বাঁধা ‘ম্যানবান’ এ। পরনে শক্তপোক্ত বর্ম। চোয়াল শক্ত করে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন অভিনেতা। তাঁর চারপাশে সোনালী আভা। তবে অভিনেতার গোটা লুকের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর হাতের বর্ম।
Stree 2 first look: চান্দেরিতে ফের আতঙ্ক! 5 বছর পর ফিরছে স্ত্রী
প্রিয় অভিনেতাকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। তবে সমালোচকেরা কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি। অনেকেরই মতে, ‘হলিউড থেকে কপি করা হয়েছে এই ছবি’। কেউ লিখলেন, ‘প্রভাসের ছবির সঙ্গে মিল রয়েছে আয়রন ম্যানের পোস্টারের’। উল্লেখ্য, চলতি মাসের 20 তারিখ সান দিয়োগোর কমিক কন অনুষ্ঠানে মুক্তি পেতে চলেছে ছবির প্রথম ঝলক। ‘প্রজেক্ট কে’ (Project K) প্রথম ভারতীয় ছবি যার আনুষ্ঠানিক প্রকাশ হতে চলেছে কমিক কন অনুষ্ঠানে। আর তার আগেই প্রভাসের ফাস্ট লুক প্রকাশ্যে চলে এলো সামাজিক মাধ্যমে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি