ট্রেন্ডিং

Quiz: কোন ফল যার বীজ বা খোসা কিছুই নেই? কেবল 1 শতাংশ মানুষই দিতে পেরেছে উত্তর!

প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের জন্য রইল বিশেষ কিছু প্রশ্নোত্তর

Advertisements

Quiz: যেকোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষা হোক কিংবা চাকরির পরীক্ষা বা স্কুল-কলেজে ভর্তির পরীক্ষা সবেতেই সাধারণ জ্ঞান জানা আবশ্য! এসএসসি, ব্যাংক, রেলওয়ে বিভিন্ন পরীক্ষাতে এই সাধারণ জ্ঞানের মাধ্যমে অনেকটা নাম্বার তুলে নেওয়া যায়। পরীক্ষায় বিভিন্ন বিষয়, তথ্য সম্পর্কে প্রশ্ন করা হয় এই সাধারণ জ্ঞানের ভাগ থেকেই। অনেক সময় এত শক্ত প্রশ্ন তুলে ধরা হয়, যা কেউ কখনো শোনেনি! তাই আজকের এই প্রতিবেদনে সেই সব প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের জন্য রইল বিশেষ কিছু প্রশ্নোত্তর, যা প্রথমবারের জন্য জানবেন অনেকেই।

Trending Gk Quize

Quiz

Advertisements

প্রশ্ন ১: এক জানেন কি কাঠবিড়ালির বয়স কত হতে পারে?
উ: একটি কাঠবিড়ালির বয়স সর্বোচ্চ ৯ বছর হতে পারে, এর বেশি তারা বাঁচে না।

প্রশ্ন ২: জানেন কি প্রতিদিন কটা করে চুল পড়ে প্রতিটি ব্যক্তির?
উ: একটি মানুষের দৈনিক প্রায় ২০০ টি করে চুল পড়ে।

Advertisements

Quiz

প্রশ্ন ৩: বিশ্বব্যাপী ইন্টারনেটের ৮০ শতাংশ ট্রাফিক কি থেকে আসে? বিশ্বব্যাপী ইন্টারনেটের ৮০ শতাংশ ট্রাফিক আসে সার্চ ইঞ্জিন থেকে।

প্রশ্ন ৪: বলুন তো প্রতি সেকেন্ডে কতবার আকাশের বিদ্যুৎ পৃথিবীতে পড়ে?
প্রতি সেকেন্ডে প্রায় ১০০ বার পৃথিবীতে বজ্রপাত হয়।

কোন ফল ফ্রিজে রাখলেই বিষে পরিণত হয়? জেনে নিন কুইজের কিছু প্রশ্ন উত্তর

Quiz

প্রশ্ন ৫: একটি মানব শরীরে প্রায় কতটা পরিমাণ আয়রন থাকতে পারে?
একটি মানব শরীরে সাধারণত যে পরিমাণ আয়রন রয়েছে, তা এক ইঞ্চি পেরেকের সমান।

প্রশ্ন ৬: কোন ফলের বীজ এবং খোসা কোনটাই উপস্থিত থাকে না?
তুঁত নামক একটি ফল রয়েছে, যার বীজ ও খোসা কোনটাই পাওয়া যায় না।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles