Quiz: মেয়েদের এমন কোন জিনিস যা স্নান করলেও ভেজে না? 1 শতাংশ মানুষই দিতে পারবে উত্তর

Quiz: বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে সব বিষয়ের ওপর জ্ঞান থাকা আবশ্যক! পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান থাকলে, যে কোন কিছুতেই উত্তীর্ণ হওয়া যায় অতি সহজেই। আজকাল প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক কিংবা চাকরির পরীক্ষা, স্কুল-কলেজের পরীক্ষা; সবেতেই এই জাতীয় সাধারণ জ্ঞান জানা আবশ্যক। বিভিন্ন তথ্য জানার পাশাপাশি নিজের জ্ঞানের পরিধিকেও এইভাবেই বৃদ্ধি করা যায়। আজকের এই প্রতিবেদনেও এরকম বেশ কয়েকটি প্রশ্ন-উত্তর হাজির করা হল, যা থেকে জ্ঞান অর্জন করতে পারবেন যে কেউ। তাহলে আর দেরি না করে দেখে নিন, অজানা সেই সব প্রশ্ন এবং তার উত্তর।
General Knowledge – Trending Quiz
প্রশ্ন ১ : অল্প বয়সে চুল সাদা হয় কেন?
উত্তর: ভিটামিন বি ১২-এর অভাবে।
প্রশ্ন কোন ভাষা সোজা বা উল্টো যেভাবেই লেখা হোক না কেন, একই থাকে?
উত্তর: মালায়ালাম।
প্রশ্ন ২ : সব থেকে ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর: ভ্যাটিকান সিটি।
প্রশ্ন ৩ : কোন জিনিসের যত কাছে যাবেন তত কম দেখতে পাবেন?
উত্তর: অন্ধকার।
প্রশ্ন ৪ : পৃথিবীতে সর্বোচ্চ পরিমাণে কী পাওয়া যায়?
উত্তর: অক্সিজেন।
প্রশ্ন ৫ : শরীরের কোন অংশে রক্ত পাওয়া যায় না?
উত্তর: কর্নিয়া।
প্রশ্ন ৬ : ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর: মুম্বাই ।
প্রশ্ন ৭ : এমন কোন জিনিস যা সাগরে বাস করে এবং আপনার ঘরেও বাস করে? উত্তর: লবণ।
প্রশ্ন ৮ : বলুনতো এমন কোন জিনিস রয়েছে, যা স্নান করার পরেও ভিজে যায় না?
উত্তর: ছায়া।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি