বিনোদন দুনিয়া

Rabindra Nath Tagore’s Anondodhara: কবিগুরুর প্রয়াণ দিবসে তাঁর গানের নতুন উপস্থাপনা নিয়ে হাজির কোক স্টুডিও বাংলা

শায়ান চৌধুরী অর্ণবের আয়োজন ও প্রযোজনায় এই পরিবেশনায় কণ্ঠ দিয়েছেন আদিত্য মহসিন ও বাপ্পা মজুমদার।

Advertisements

Coke Studio Bangla Season 2

Rabindra Nath Tagore’s Anondodhara:আজ , ৮ই আগস্ট, বাংলা ২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোক স্টুডিও সিজন ২ রবীন্দ্রনাথ ঠাকুরের আনন্দধারা গানটিকে তাদের সর্বশেষ হিসাবে উপস্থান করেছে। গানটি গেয়েছেন আদিত্য মহসিন এবং বাপ্পা মজুমদার।

Tagore's Anondodhara

Advertisements

বহু বছর ধরে কোক স্টুডিও দর্শকমহলে বহুল প্রচলিত।এটি একটি ভারতীয় সঙ্গীত সিরিজের সমন্বয় যেখানে বিভিন্ন শিল্পীদের দ্বারা লাইভ মিউজিক্যাল পারফরমেন্স প্রদর্শন করা হয়ে থাকে। একই ধাঁচে ২০২২ সালে বাংলাদেশে কোক স্টুডিও বাংলার উদ্ভাবন হয়। এটি বর্তমানে একটি বাংলাদেশী টেলিভিশন অনুষ্ঠান হিসেবে সম্মুখ পরিচিতি লাভ করেছে যেখানে উদীয়মান এবং প্রতিষ্ঠিত শিল্পীরা স্টুডিওতে সঙ্গীত পরিবেশন করে থাকেন।

কোক স্টুডিও বাংলার প্রধান নির্মাতা হলেন শায়ান চৌধুরী অর্ণব এবং গাউসুল আলম শাওন। এই অনুষ্ঠানটি নিজের যাত্রা শুরু করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একলা চলো’ গানটি উপস্থাপনের মধ্য দিয়ে। এর পর থেকে দুটি সিজনেই একের পর মনমুগ্ধকর গান উপস্থাপন করেছে এই টেলিভিশন অনুষ্ঠানটি। কখনো সম্পূর্ণ নতুন গান দর্শকদের উপহার দিয়েছে আবার কখনো পুরনো গানকেই নতুন মেজাজে উপস্থাপন করেছে কোক স্টুডিও বাংলা। যতদিন এগোচ্ছে কোক স্টুডিও বাংলার জনপ্রিয়তাও দর্শকমহলে ততই বাড়ছে।

Advertisements

ইংরেজি মাধ্যম স্কুলে বাধ্যতামূলক ভাবে পড়াতে হবে বাংলা! সিদ্ধান্ত মন্ত্রিসভার

Tagore's Anondodhara

কোক স্টুডিও বাংলাতে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল উপস্থাপিত হয়েছে আনন্দধারা বহিছে ভুবনে গানটি। এটি কোক স্টুডিও বাংলার সংস্করণের ১১তম গান। গানটিকে ঐতিহ্যগত এবং আধুনিক যন্ত্রের সংমিশ্রণে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। গানটির শুরু হয়েছে তানপুরার সুরে, যা বাজিয়েছেন বাদ্যকার জান্নাতুল ফিরদৌস আকবর।

শায়ান চৌধুরী অর্ণব দ্বারা আয়োজিত ও প্রযোজিত আনন্দধারা (Rabindra Nath Tagore’s Anondodhara) গানটির পুনর্কল্পিত পরিবেশনাটিতে মালকোশ রাগের মূল সুরটি বজায় থেকেছে। সরোদের মতো ঐতিহ্যবাহী যন্ত্রগুলি ট্রম্বোন, গিটার এবং ভায়োলার সঙ্গে নির্বিঘ্নে মিশে গিয়েছে। শব্দের এই সংমিশ্রণগুলি গানের ক্লাসিক বা ঐতিহ্যবাহী ঘরাণাকে ছাপিয়ে না গিয়েও একটি সমসাময়িক প্রান্ত যোগ করে, পুরানোকে নতুনের সঙ্গে মিলিয়ে দিয়েছে। যা সকলের কাছে আরও মনমুগ্ধকর হয়ে উঠেছে।

Rabindra Nath Tagore’s Anondodhara

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles