বিনোদন দুনিয়াভাইরাল

Rachana Banerjee: প্রসেনজিতকে নিয়ে রচনার মনে রয়েছে গভীর আক্ষেপ, অভিনেতার জন্য কেঁদে ভাসালেন রচনা!

নব্বই দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জী (Rachna Banerjee)।

Advertisements

Rachana Banerjee: নব্বই দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জী (Rachna Banerjee)। সেই সময় একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি তার দর্শকদের। সমকালীন প্রায় প্রত্যেক অভিনেতার বিপরীতেই তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে সব থেকে বেশিবার তিনি সিনেমার পর্দায় জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে (Prosenjit Chatterjee)। প্রায় ৪০ বার সিনেমার পর্দায় একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে তাঁদের। প্রথম থেকেই এই জুটি প্রশংসিত ছিল দর্শক মহলে। সকলেই এই দুজনের সম্পর্কের কেমিস্ট্রিকে ভীষণ পছন্দ করতেন।

Actress Rachana Banerjee

Rachana banarjee

Advertisements

অন্যান্য সকল সেলিব্রিটির মতো অভিনয় জগত ঝাঁ চকচকে হলেও পারিবারিক জীবন তার মোটেও সুখের নয়। বিবাহিত জীবনে কোনদিনই সুখ-শান্তি মেলেনি অভিনেত্রীর। ছেলের কথা ভেবে বরের সঙ্গে ডিভোর্স না করলেও একই ছাদের তলায় থাকেন না তারা। এমনকি ছেলেকে নিজের কাছেই রেখে বড়ো করে তুলেছেন তিনি। বর্তমানে বড় পর্দা থেকে নিজেকে প্রায় সরিয়ে ফেলেছেন এই অভিনেত্রী। তবে বর্তমানে রচনা ব্যানার্জি সম্যক পরিচিতি লাভ করেছেন দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা হিসেবে। বছরের পর বছর ধরে তার দক্ষ পরিচালনায় দিদি নাম্বার ওয়ান হয়ে উঠেছে জি বাংলার এক সফল রিয়্যালিটি শো। রাজ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এই উপস্থিত হয়ে নিজের মনের কথা ভাগ করে নেন অভিনেত্রীর সঙ্গে।

Apur Apur Sangsar Talk Show

Rachana Banerjee

Advertisements

দিদি নাম্বার ১-এর মতোই জি বাংলার অন্যতম একটি টকশো ছিল অপুর সংসার (Apur Sangsar)। যার সঞ্চালক ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chaterjee)। বিভিন্ন সেলিব্রিটির উপস্থিতিতে জমে যেত এই টকশোয়ের আড্ডা। অপুর সংসারের এমনই একটি এপিসোডে উপস্থিত হন অভিনেত্রী রচনা ব্যানার্জি। সকলের মতোই একের পর এক প্রশ্নবান শাশ্বত ছুঁড়ে দেন রচনার দিকে। সংকোচ না করে প্রত্যেকটি প্রশ্নেরই যথাযথ উত্তরও দেন অভিনেত্রী।

ফাঁকা বেডরুমে জামার বোতাম খুলে খেল দেখলেন শ্রাবন্তী!…. ভাইরাল ভিডিও

Actress Rachna Banerjee On Apur Sangsar Talk Show

Rachana Banerjee

সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়ের করা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার পরে অভিনেতা প্রসেনজিতের বিরুদ্ধে তার কণ্ঠে শোনা যায় আক্ষেপের সুর। অবশ্য আক্ষেপ এর কারণও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, প্রসেনজিৎ কোনদিনও তাঁর সঙ্গে প্রেম করেননি। অভিনেত্রী আরও জানান একাধিক ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে প্রেমিকা হিসেবে দর্শকদের সামনে উপস্থিত হলেও বাস্তবে কোনদিন তার প্রেমেই পড়েননি প্রসেনজিৎ। অভিনেত্রীর কথায় প্রসেনজিতের কখনো মনে হয়নি তাঁর সঙ্গে একটু ঘুরে বেড়ানো যেতে পারে কিংবা সামান্য প্রেমালাপ করা যেতে পারে। এরপর তিনি জানান প্রসেনজিৎ তাকে খুব ভালো বন্ধু মনে করতেন কোনদিনই প্রেমিকা হিসাবে দেখেননি তাকে। তবে মুখে না বললেও অভিনেত্রী রচনা ব্যানার্জী কিন্তু মনে মনে প্রসেনজিৎকে বেশ পছন্দ করতেন। অভিনেত্রীর মুখে এই কথায় রীতিমতো চমকে ওঠেন সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles