খবর

RBI Recruitment : সুখবর! রিজার্ভ ব্যাঙ্ক দিচ্ছে চাকরির সুযোগ, জেনে নিন আবেদন পদ্ধতি

পরামর্শদাতা, বিষয় বিশেষজ্ঞ এবং বিশ্লেষক পদগুলির জন্য আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।

Advertisements

RBI Recruitment : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় ব্যাংকে (RBI Recruitment) চলছে এক গুচ্ছ শূন্য পদে নিয়োগ। পরামর্শদাতা, বিষয় বিশেষজ্ঞ এবং বিশ্লেষক পদগুলির জন্য আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। অনলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন। এর জন্য অবশ্য যেতে হবে ওয়েবসাইটে।

RBI Recruitment 2023

RBI Recruitment

Advertisements

বর্তমানে মোট 66 টি শূন্য পদের জন্য চাকরিপ্রার্থীরা করতে পারবেন আবেদন (RBI Recruitment)। প্রতিটি পদের জন্য রয়েছে আলাদা আলাদা বয়সসীমা এবং যোগ্যতা। প্রাথমিক স্ক্রীনিং এবং শর্টলিস্টিং এর মাধ্যমে নির্বাচন করা হবে প্রার্থীদের। তারপর যাচাই করা হবে নথিপত্র। অবশেষে মুখোমুখি নেওয়া হবে সাক্ষাৎকার।

RBI

Advertisements

যেকোনো পদের জন্য আবেদন করতে গেলে সাধারন প্রার্থীদের আবেদন ফি হিসেবে খরচ করতে হবে 600 টাকা। তবে SC,ST এবং PwBD প্রার্থীরা পেয়ে যাবেন বিশেষ ছাড়। আবেদন ফি হিসেবে তাদের খরচ করতে হবে মাত্র 100 টাকা। আবার যে সমস্ত তরুণ তরুণীরা বর্তমানে RBI এর কর্মী পদে রয়েছেন তবে নতুন এই পদগুলির জন্য আবেদন করতে চান তাদের পকেট থেকে খরচ করতে হবে না এক টাকাও।

ফের ২ টি ব্যাংকের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাংক, আপনার কি রয়েছে এই ব্যাংকে অ্যাকাউন্ট?

RBI

কীভাবে করা যাবে আবেদন? 

  • আবেদন করার জন্য প্রথমেই যেতে হবে ওয়েবসাইটে।
  • নিজের সম্পূর্ণ তথ্য দিয়ে ফিলাপ করতে হবে ফর্ম।
  • ফর্মটি পূরণ হয়ে গেলে পাওয়া যাবে নতুন একটি লিংক।
  • এরপর সেখানে আবার লগইন করতে হবে এবং জমা করতে হবে ফি।
  • ফি জমা করা হয়ে গেলে চূড়ান্ত পৃষ্ঠার একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে চাকরিপ্রার্থীদের।
  • চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য দিয়ে দেওয়া হল লিংক (www.rbi.org.in)

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles