Recognize This Freedom Fighter: ছবিতে থাকা ভারত মায়ের এই বীর সন্তানকে চিনতে পারছেন?
আজ ১৫ ই আগস্ট দেশজুড়ে পালন করা হচ্ছে ৭৭তম স্বাধীনতা দিবস (Independence Day)।

Recognize This Freedom Fighter: আজ ১৫ ই আগস্ট দেশজুড়ে পালন করা হচ্ছে ৭৭তম স্বাধীনতা দিবস (Independence Day)। সকাল থেকেই নানান অনুষ্ঠান- উৎসবে মেতে উঠেছে দেশবাসী। তবে দেশ স্বাধীন হওয়ার আনন্দের পাশাপাশি এদিন যেন বেদনা জাগিয়ে তোলে সেই সব বিপ্লবীদের স্মৃতি, যারা অকালে তাঁদের প্রাণ দিয়েছিলেন দেশকে স্বাধীন করার জন্য। ছবিতে যেই বালকটিকে দেখতে পাচ্ছেন তিনিও কিন্তু ছিলেন সেই বিপ্লবী দলের অন্যতম একজন। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম জাতীয়তাবাদী বিপ্লবী ছিলেন তিনি। অনেকেই হয়তো এই ছবি দেখে তাঁকে চিহ্নিতকরণ করতে পারবেন।
Recognize This Freedom Fighter
কি চিনতে পারছেন এই ভারতীয় বিপ্লবীকে? স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত থাকা এই যুবক মাত্র ২৩ বছর বয়সেই মৃত্যুবরণ করেছিলেন। হ্যাঁ ঠিকই ধরেছেন, ইনি হলেন ভারতীয় বিপ্লবী ভগৎ সিং (Bhagat Singh)। দেশের জন্য যাঁর অবদান কোনোদিনও ভুলতে পারবেন না ভারতীয়রা। ভগৎ সিংয়ের জীবন সংগ্রামের জন্যই হাজার হাজার সাধারণ মানুষের কাছে স্বাধীনতা এসেছিল। যুবক হিসেবে দেশের জন্য কতটা লড়াই করা যেতে পারে, তা তিনি প্রমাণ করে গেছেন যুব সমাজের কাছে।
Bhagat Singh
১৯৬০ সালে পাঞ্জাবের এক প্রত্যন্ত গ্রামে শিখ পরিবারে জন্মগ্রহণ করেন ভগৎ সিং। পরিবারের মানুষদের থেকেই তাঁর মনে দেশের প্রতি ভালোবাসার জন্মায়। মহাত্মা গান্ধীর সাথে অসহযোগ আন্দোলনেও যোগদান করেছিলেন ভগৎ সিং। এরপরে যোগদান করেন যুব বিপ্লবী আন্দোলনে। স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন পত্রিকাও লিখতেন তিনি। তার নেতৃত্বে অনেক স্বাধীনতা সংগ্রামী দল সফল ভূমিকা পালন করে।
ভারতের জাতীয় পতাকা উত্তোলনের সময় এই কাজগুলো ভুলেও করতে নেই!
যে দিনটি দেশবাসীর চোখে আজও জল এনে দেয়, সেটি হল ২৩ শে মার্চ। ১৯৩১ সালে ২৩ শে মার্চ মাত্র ২৩ বছর বয়সে শহিদ হন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কান্ডারী ভগৎ সিং। জন সোন্ডার্স এবং চেন্নান সিং হত্যাকাণ্ডে পাঞ্জাবের লাহোর জেলে ফাঁসি দেওয়া হয় তাঁকে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি