বিনোদন দুনিয়া

Ritabhari Chakraborty: ‘আমি অন্তঃসত্ত্বা’, বিয়ের আগেই মা হতে চলেছেন ঋতাভরী! অভিনেত্রীর পোস্ট ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নোট শেয়ার করে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দেন অভিনেত্রী।

Advertisements

Ritabhari Chakraborty Pregnant: টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও তার বেশ নাম আছে। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ এই অভিনেত্রীকে মাঝে মধ্যেই নিজের বিভিন্ন ফটো বা ভিডিও শেয়ার করতে দেখা যায়। তবে গতকাল সন্ধ্যায় অভিনেত্রী যা পোস্ট করেছেন তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নোট শেয়ার করে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দেন অভিনেত্রী। এরপরই একেবারে চর্চার বিষয়বস্তু হয়ে ওঠেন তিনি। নেটিজেনদের একাংশ সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তোলেন আবার অনেকেই ভাবতে থাকেন অভিনেত্রীর বিয়ে হল কবে? তার এই পোস্টের পিছনে রহস্যের গন্ধ পান তার কিছু অনুরাগী। প্রেমের ব্যাপারে কোনোদিনই লুকোছাপা করেননি ঋতাভরী (Ritabhari Chakraborty)। তবে সেই সম্পর্ক বিয়ে অবধি গড়ালোই বা কবে আর অভিনেত্রী অন্তঃসত্ত্বাই বা হলো কবে এই নিয়ে সকলের জল্পনা ছিল তুঙ্গে।

Advertisements

Ritabhari Chakraborty’s Instagram Post Viral

Ritabhari Chakraborty

তবে এই পোস্টের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সামনে এল ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) বেবি বাম্পের ছবি। যা দেখে রীতিমতো হকচকিয়ে গেছেন সকলেই। তবে রিয়েল নয় রিল লাইফে প্রেগন্যান্ট হয়েছেন অভিনেত্রী।

Advertisements

নন্দিনী নামক একটি ওয়েব সিরিজে একজন স্নিগ্ধা নামক এক প্রেগন্যান্ট মহিলার চরিত্রে দেখা যাবে তাকে। তার বিপরীতে রয়েছেন রিতম রায়চৌধুরী। সিরিজের ফার্স্ট পোস্টার লঞ্চ হয়েছে আজ। সিরিজের প্রচারের স্বার্থেই এহেন পোস্ট করেছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্ব অবস্থায় একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, সকলকে অনেক ধন্যবাদ এই মিষ্টি শুভেচ্ছার জন্য। আমি স্নিগ্ধা, আমি আর আমার স্বামী ঋতম রায়চৌধুরী অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা প্রেগন্যান্ট। আপনাদের সবার ভালোবাসা, আর্শীবাদ চাই আমাদের সন্তানকে বাঁচাতে।’

এর সঙ্গে অভিনেত্রীর সংযোজন আমার ডেবিউ ওয়েব সিরিজ নিয়ে আগামী ১৫ই অক্টোবর আড্ডা টাইমসের পর্দায় আসছি, এক অন্তঃসত্ত্বা মা আর তার হবু সন্তানের লড়াইয়ের গল্প নিয়ে। একের পর এক রহস্যের সমাধান করতে হবে, যা আগে কখনও দেখেননি। আপনাদের অনুমান করে যেতে হবেই শেষ পর্যন্ত….’।

মূলত ছোট পর্দায় ওগো বধূ সুন্দরীর মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটে অভিনেত্রীর। পাশাপাশি মডেলিংয়ও করতেন তিনি। এরপর বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে তার। ব্রহ্মা জানেনে গোপন কম্মটি, বা চলতি বছরে ফাটাফাটির মতো ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের।

‘তুম মিলে দিল খিলে’, পাহাড়ে বৃষ্টিতে ভিজে মনের শান্তি খুঁজে পেলেন সৌমিতৃষা! ভাইরাল ভিডিও

Ritabhari Chakraborty’s New Web Series

এইবার কেরিয়ারে নতুন মোড় তার। নন্দিনীর হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। সায়ন্তনী পুততুন্ডর লেখা ‘নন্দিনী’ উপন্যাস অবলম্বনে এই সিরিজ তৈরি করা হয়েছে। সিরিজটি পরিচালনা করছেন মীর ফলক। আগামী ১৫ই অক্টোবর আড্ডা টাইমস-এ আসতে চলেছে এই ওয়েব সিরিজ। ৯টি এপিসোডে ৯ মাসের প্রেগনেন্সির জার্নিকে তুলে ধরবে এই সিরিজ। আপাতত সিরিজের প্রথম পোস্টারে ঋতাভরীর লুকে মুগ্ধ হয়েছেন সকল দর্শক। পোস্টার শেয়ারের পর থেকেই শুভেচ্ছার বার্তায় ভরে উঠেছে কমেন্ট সেকশন। নিজেদের পছন্দের অভিনেত্রীকে সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্র দেখতে অধীর আগ্রহে রয়েছেন দর্শক।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles