Rooqma Roy: খালি গলায় দুর্দান্ত গান গেয়ে সকলের মম জয় করলেন অভিনেত্রী রুকমা, ভাইরাল ভিডিও
২০১৪ সালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কিরণমালা সিরিয়ালের মধ্য দিয়েই টেলিপর্দায় ডেবিউ করেন এই অভিনেত্রী।

Rooqma Roy: টেলি জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী স্টার জলসার একটি রুকমা রায় (Rooqma Roy)। ২০১৪ সালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কিরণমালা সিরিয়ালের মধ্য দিয়েই টেলিপর্দায় ডেবিউ করেন এই অভিনেত্রী। রূপকথার গল্প অবলম্বনে তৈরি এই ধারাবাহিকটির প্রত্যেকটি চরিত্রই মানুষের মনে এখনও গেঁথে রয়েছে। এই ধারাবাহিকে কিরণমালার চরিত্রে অভিনয় করেছিলেন রুকমা রায়। এরপর স্টার জলসার দেশের মাটি, খড়কুটো ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। প্রথম থেকেই অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। শেষ তাকে দেখা গিয়েছিল জি বাংলার লালকুঠি ধারাবাহিকে। আপাতত টেলি জগৎ থেকে দূরেই রয়েছেন রুকমা।
Rooqma Roy
অভিনয় জীবনের পাশাপাশি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বারবার কাটাছেঁড়া করা হয়েছে। অভিনেতা রাহুল ব্যানার্জির (Rahul Banerjee) সঙ্গে একাধিকবার নাম জড়িয়েছে তার। অনেকের মতে রাহুল প্রিয়াঙ্কার সম্পর্কে চির ধরানোর নেপথ্য কারণ রুকমা। যদিও এইসব মন্তব্যে কোনোদিনই অভিনেত্রী বিশেষ পাত্তা দিতেন না। নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন তিনি।
টেলিপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ এবং কয়েক বছরে তাঁর অনুগামীর সংখ্যাও বেশ বেড়েছে। অভিনয়ের পাশাপাশি মাঝেমাঝেই বিভিন্ন অনুষ্ঠানে অপূর্ব গান গেয়ে অনুগামীদের মন জয় করেন তিনি। জনপ্রিয় হওয়ার সুবাদে বিভিন্ন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসাবে ডাক পড়ে তার। অতিথি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের অনুগামীদের অনুরোধে মঞ্চে গান করতে শোনা যায় তাঁকে। যদিও গায়িকা নন তবুও অনেকের মতেই তার গানের গলা খুবই সুন্দর।
‘কাটা লাগা’, হট প্যান্ট পরে ছাদের উপর উদ্দাম নাচ অভিনেত্রী তিয়াশার, রইল ভাইরাল ভিডিও
Rooqma Roy Viral Video
সম্প্রতি তাঁর একটি স্টেজ শোর পারফরম্যান্স তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই স্টেজ শোতে রুকমাকে বলিউডের জনপ্রিয় চুরা লিয়া হে তুম নেজো দিল কো (Chura Liya Hai Tumne Jo Dil Ko)’ গানটি গাইতে দেখা গিয়েছে। তার গানের গলা যে সত্যিই মধুর তা আরও একবার প্রমাণ করলেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে তারকারা গান গেয়ে কটাক্ষের শিকার হলেও রুকমার গানের প্রশংসা করেছেন সকলেই।ইউটিউবের সানডে ফানডে স্টুডিও নামক একটি পেজ থেকে রুক্মার গানের ভিডিওটি আপলোড করা হয়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি