Mahalaya 2023: মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি রুষ্ট হবেন মা দুর্গা, জেনে নিন বিস্তারিত
জ্যোতিষশাস্ত্র মতে সারা বছর ঘরে যাতে সুখ শান্তি বিরাজ করে তার জন্য এই দিন কিছু নিয়মকানুন মানা আবশ্যক।

Mahalaya 2023: আজ মহালয়া। পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনা হয় এই দিনের মাধ্যমে। মনে করা হয় মহালয়া থেকেই দুর্গাপূজোর সূচনা। কথিত আছে এইদিন দেবী দুর্গা ও অসুরের মধ্যে সংঘর্ষ হয়েছিল। হিন্দু ধর্মের সকলের কাছে এই দিনের গুরুত্ব অনেক। পিতৃপক্ষের অবসানে আজকের দিনে নিজেদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পন করার রীতিও প্রচলিত। মহালয়া কথার অর্থ হলো মহান আলয় বা আশ্রম। এই দিন মা দুর্গা মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ করেন। তাই সকলেই মনে করেন এই দিন থেকে শুভ শক্তির সূচনা হয়। জ্যোতিষশাস্ত্র মতে সারা বছর ঘরে যাতে সুখ শান্তি বিরাজ করে তার জন্য এই দিন কিছু নিয়মকানুন মানা আবশ্যক। মহালয়ার দিন বেশ কিছু কাজ করা কখনোই উচিৎ নয়। তা ঘরের সুখ-শান্তি নষ্ট করতে পারে। মহালয়ার দিন কী কী করনীয় নয় তা জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
Mahalaya 2023
শুভ অনুষ্ঠান করা উচিৎ নয়:
অমাবস্যা তিথিতে যেহেতু মহালয়া পালন করা হয় তাই শাস্ত্রমতে এই দিনে বাড়িতে কোনো রকম অনুষ্ঠান যেমন বিবাহ বা কোনো শুভ অনুষ্ঠান করা উচিত নয়।
বাড়ি বা গাড়ি কেনা উচিত নয়:
মহালয়ার দিন বাড়ি-গাড়ি না কেনাই শ্রেয়। আজকের দিনে কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে।
আমিষ খাবার ভক্ষণ না করাই শ্রেয়:
এই দিনে আমিষ খাবার ভক্ষণ করা উচিত নয়। পরিবারের সকলে মিলে নিরামিষ খাবার খেলে তা সকলের জন্য মঙ্গল।
চুল-দাড়ি কাটা যাবেনা:
যে ব্যক্তি মহালয়ার দিন তর্পণ করেন তার কখনোই আজকের দিনে চুল দাড়ি কাটা উচিত নয়।
ধূমপান বা মদ্যপান করা উচিত নয়:
ধূমপান বা মদ্যপান করা উচিত নয়। মাটি খনন করা থেকে বিরত থাকাই শ্রেয়।
Mahalaya Rules
হিন্দুশাস্ত্রে মনে করা হয় মহালয়াতেই দেবীর মর্তে আগমন ঘটে। তাই এই দিনের আগে আরও বেশ কিছু নিয়ম রীতি পালন করা বাঞ্ছনীয়।
দেবীপক্ষের সূচনায় কোন রাশির ভাগ্যের চাকা ঘুরবে! চোখ রাখুন আজকের রাশিফলে
ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে:
মায়ের আগমনের আগেই ঘর থেকে ময়লা ধুলো ঝেড়ে ফেলতে হবে।
নেশার দ্রব্য সরিয়ে ফেলতে হবে:
ঘরেতে নেশার কোনো দ্রব্য রাখা যাবেনা।
স্বস্তিক বা রঙ্গলী :
দেবীকে স্বাগত জানাতে বাড়ির প্রবেশপথে কুমকুম দিয়ে একটি স্বস্তিক ও রঙ্গলি দিয়ে ঘর সাজালে দেবী দুর্গা প্রসন্ন হন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি