Rules Of Wearing Black Thread: কালো সুতো বাঁধছেন পায়ে! কোন ক্ষতির সম্মুখীন হচ্ছেন জানেন?
জ্যোতিষ শাস্ত্র অনুসারে সকলের কালো সুতো বাঁধা উচিত নয়। এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Rues Of Wearing Black Thread: বর্তমানে অনেকেই ফ্যাশনের জন্য বা নজর কাটাতে হাতে বা পায়ে কালো সুতো বাঁধেন। তবে সকলের ক্ষেত্রে এই কালো সুতো শুভ ফল বহন করে না। জ্যোতিষ শাস্ত্র অনুসারে সকলের কালো সুতো বাঁধা উচিত নয়। এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমনকি বিপদের সম্মুখীন হতে পারেন যে কেউ। কালো সুতো ব্যবহারের নির্দিষ্ট কিছু নিয়ম আছে। সেই নিয়ম জেনেই এই সুতো পরিধান করা উচিৎ।
কোন কোন রাশির জন্য কালো সুতো (Black Thread) শুভ?
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, কালো সুতো বা কালো রং মকর, তুলা এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ বলে বিবেচিত হয়। তাই এই রাশির ব্যক্তিরা নিঃসন্দেহে কালো পোশাক এবং কালো সুতো পরিধান করতে পারেন।
কোন কোন রাশির ক্ষেত্রে কালো সুতো অশুভ?
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃশ্চিক এবং মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য কালো রং অশুভের প্রতীক। জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল গ্রহ বৃশ্চিক ও মেষ রাশিকেও শাসন করে। তাই কালো রং এই রাশির জাতক বা জাতিকাদের জন্য শুভ নয়। বিশেষজ্ঞদের মতে, এই রাশির জাতক বা জাতিকাদের কালো সুতো পরলে জীবনে অনিশ্চয়তার সঙ্গে ঝুঁকি থাকবে।
কালো সুতো ব্যবহারের কিছু নিয়ম:
কালো সুতো পরিধান করার আগে তার কিছু নিয়ম জেনে নেওয়া সকলের আবশ্যক। শুধু তাই নয় সুতোটি খুলে ফেলার আগে চারটি গিঁট বেঁধে দিনের একটি শুভ সময়ে এটি প্রয়োগ করলে তা শুভ (বিশেষত ব্রাহ্ম সময়কালে)। প্রথমে রুদ্র গায়ত্রী মন্ত্র জপ করতে হবে বা বংশ দেবতার সঙ্গে বেঁধে দিতে হবে।
বিরিয়ানি দেওয়ার সময় হাতা ঢুকে আওয়াজ করা হয়, জানেন এর আসল কারণ!
এছাড়া জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিবার কালো সুতো পরা ভাল। যেহেতু কালো শনি গ্রহের প্রতীক, তাই শনিবার কালো সুতো পরার সবচেয়ে শুভ দিন বলে বিবেচিত হয়। জ্যোতিষীদের মতে, কালো সুতো যেমন শক্তি বাড়ায় তেমনই নিয়ম মেনে কালো সুতো পরলে অনেকে উপকার মেলে।
Disclaimer: জ্যোতিষবিদদের পরামর্শ মেনে উপরিক্ত প্রতিবেদনটি রচিত। এর কোনো বাস্তব ভিত্তি নেই। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বুদ্ধি সহযোগে বিবেচনা করুন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি