Sandhya Tara: ‘বোন তুই হুলোবাবুর প্রেমিকা’! সত্যি জানতে পেরে নিজের ভালোবাসার বলিদান দিল সন্ধ্যা! ফাঁস আসন্ন পর্ব
দুই বোনের একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসাই এই গল্পের প্রধান ইউএসপি।

Sandhya Tara: এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘সন্ধ্যাতারা (Sandhya Tara)’। নবাগত এই ধারাবাহিকটি কয়েক মাসের মধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে। কুটকাচালি নয় বরং দুই বোনের ভালোবাসার গল্প দেখিয়েই বাজিমাত করেছে এই ধারাবাহিক। দুই বোনের একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসাই এই গল্পের প্রধান ইউএসপি। তবে প্রথম থেকে দর্শক বুঝতে পেরেছিলেন এটি একটি ত্রিকোণ প্রেমের গল্প হতে চলেছে। তবে অন্যান্য ধারাবাহিকের মত এই গল্পে এখনো পর্যন্ত কোনো খলনায়িকার এন্ট্রি হয়নি।
Sandhya Tara Star Jalsha
ধারাবাহিকের গল্প আবর্তিত হচ্ছে সন্ধ্যা, তারা ও আকাশনীলের জীবনকে কেন্দ্র করে। আকাশনীলের প্রথম ভালবাসা তারা। কিন্তু তারার প্রাণের প্রিয় দিদি সন্ধ্যাও ভালোবাসে আকাশনীলকে। আকাশ নীলের মা সন্ধ্যার সঙ্গে ছেলের বিয়ে ঠিক করলে নিজের দিদির ভালোবাসার জন্য নিজের ভালোবাসাকে আত্মত্যাগ করে তারা। কিন্তু সেই কথা গুণাক্ষরেও জানতে পারেনা সন্ধ্যা। অন্যদিকে বিয়ের পরেই আকাশ নীল জানিয়ে দেয় সে অন্য একজনকে ভালোবাসে। তবে সন্ধ্যায় ছাড়ার প্রার্থী নয় আকাশ নীল এর মন পেতে একের পর এক কারসাজি শুরু করে সে। কিন্তু শেষ পর্যন্ত আকাশ নীল সন্ধাকে জানায় সে তাকে ডিভোর্স দিয়ে তার ভালোবাসার মানুষকে বিয়ে করবে তাই সে কলকাতা যাচ্ছে। আকাশনীলের অজান্তে তার সঙ্গে কলকাতা রওনা দেয় সন্ধ্যাও।
সেখানে তারার হোস্টেলের সামনে আকাশনীলের গাড়ি দেখতে পায় সে। এরপরই ঘটে মহাবিপদ। সন্ধ্যা তারার ঘরে চলে এলে তারার এক বন্ধু তারাকে জানায় তার মেজদি তার ঘরে এসেছে। এদিকে তারার মেজদি যে সন্ধ্যা তা জানে না আকাশ। সে রেগে তার মেজদির কাছে যেতে গেলেই দেখা হয় সন্ধ্যার সাথে। সন্ধ্যা আর আকাশকে মুখোমুখি হতে দেখে সরে যায় তারা।
সব সীমা পার! শতদ্রুকে দেখেই শিমুলের চুলের মুঠি ধরে মারতে শুরু করল পরাগ, প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব
Sandhya Tara New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন পর্ব। যেখানে দেখা যাবে সন্ধ্যা জানতে পারে আকাশনীলের প্রেমিকা আর কেউ নয় তার প্রাণের প্রিয় বোন তারা। এই কথা জানতে পেরে নিজের ভালোবাসাকে আত্মত্যাগ করতে চায় সন্ধ্যা। সে ঠিক করে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবে তারা ও আকাশনীলের। তবে এখনো এই পর্বটি চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি। বরং সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজের তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। তবে কী সত্যিই এইবার ডিভোর্স হবে সন্ধ্যা ও আকাশনীলের? বোনের ভালোবাসার জন্য নিজের ভালোবাসাকে কি আত্মত্যাগ করবে সন্ধ্যা? কী হবে আগামী পর্বগুলিতে? জানতে দেখতে হবে সন্ধ্যাতারা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি