বিনোদন দুনিয়া

Sandhyatara: দুর্ধর্ষ এপিসোড! লুকিয়ে ডিভোর্স পেপারে সই করার আগেই ধরে ফেলল সন্ধ্যা 

সিরিয়ালটি কয়েক মাসের মধ্যেই দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে।

Advertisements

Sandhyatara: বর্তমানে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় আছে সন্ধ্যাতারা (Sandhyatara)। সিরিয়ালটি কয়েক মাসের মধ্যেই দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে সঙ্গে টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক আশানুরূপ ফলাফল করছে। ইদানিং গল্পের প্রতিটি পর্বই জমজমাট হয়ে উঠেছে।

Sandhyatara Star Jalsha

Sandhyatara

Advertisements

ধারাবাহিকের নিত্য দর্শকরা সকলেই জানেন, আকাশ জানতে পেরে গিয়েছে সন্ধ্যা ও তারা দুই বোন। এরপরই সে তারাকে জানিয়ে দিয়েছে তাদের দুই বোনকেই আকাশ শান্তিতে থাকতে দেবে না। ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে আকাশদের বাড়ির অনুষ্ঠানে সকলে উপস্থিত হলে পিসি মা তারাকে হাজির করে আকাশকে জিজ্ঞেস করে তারাকে সে চিনতে পারছে কিনা! এরপর রন্টু আকাশকে জিজ্ঞেস করে, তারা তার শালী নাকি আধি ঘরওয়ালি? এই কথা শুনে প্রচণ্ড রেগে যায় সন্ধ্যা। আকাশ চুপ থাকে। সন্ধ্যা রেগে গিয়ে আকাশ ও তারার থেকে সত্যিটা জানতে চায়। এত চেঁচামেচির মধ্যে শরীর খারাপ করতে থাকে সন্ধ্যার। শেষ পর্যন্ত সন্ধ্যার যাতে কিছু না হয় সেই কারণেই আকাশ সকলের সামনে বলে সে তারাকে প্রথমবার দেখছে। আগে কোনদিন দেখেনি। আকাশ জানায় তার প্রেমিকার আসল নাম নয়নতারা এবং আকাশ তাকে ভালোবেসে তারা বলে ডাকতো।

Sandhyatara: দুর্ধর্ষ এপিসোড! লুকিয়ে ডিভোর্স পেপারে সই করার আগেই ধরে ফেলল সন্ধ্যা 

Advertisements

আকাশ যে মিথ্যে কথা বলছে এটা স্পষ্ট বুঝতে পারে পিসিমা ও রন্টুরা সকলেই। এরপর বিজয়া রন্টুকে চড় মারলে পিসিমা প্রতিজ্ঞা করে সে একদিন প্রমাণ করে দেবে সন্ধ্যার তারাই আকাশের পূর্ব প্রেমিকা। এদিকে এত ঝামেলার মাঝে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যায় সন্ধ্যা। আকাশ তাকে কোলে তুলে ঘরে পৌঁছে দিয়ে আসে। এরপর তারা আকাশকে ধন্যবাদ জানায় সবটা অস্বীকার করার জন্য। আকাশ বলে আছে সবটা বলে দিলে সন্ধ্যা হয়তো মরে যেত। কিন্তু সে চায় সন্ধ্যাকে বাঁচিয়ে রেখে তিলে তিলে কষ্ট দিতে। এদিকে সন্ধ্যার জ্ঞান ফিরলে সে তারাকে মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে বলে যে সে নয়নতারাকে খুঁজে এনে সকলের বলা কথা মিথ্যা প্রমাণিত করবে।

 ‘আমায় সত্যি কথা বল’, আকাশের সঙ্গে সম্পর্কের সত্যি তারার কাছে জানতে চাইলো সন্ধ্যা, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Sandhyatara New Episode

Sandhyatara

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে সবাই মিলে আকাশকে জিজ্ঞেস করে সে কেন মিথ্যে বলেছে! আকাশ জানায় তাদের কোথাও একটা ভুল হচ্ছে সে নয়নতার সঙ্গে তাদের সবাইকে কিছুদিনের মধ্যেই দেখা করাবে। পিসিমা সবাইকে জানিয়ে দেয় সে যখন প্রতিজ্ঞা করেছে সে আসল সত্যি সবার সামনে আনবেই। এরপরই দেখা যায় আকাশের বাবা তাকে বলে সন্ধ্যা ও তার ডিভোর্স পেপার সে তৈরি করে ফেলেছে। সন্ধ্যাকে দিয়ে সে সই করিয়ে নেবে কিন্তু আকাশ যেন সইটা করে দেয়। আকাশ তার বাবাকে বলে ডিভোর্স পেপারটা দিতে সে সই করে দেবে। দরজার বাইরে থেকে সবটা শুনে ঘরে ঢুকে সন্ধ্যা বলে ‘আপনাদের লজ্জা করে না’? তবে কি সত্যিই সন্ধ্যাকে ডিভোর্স দিয়ে দেবে আকাশ? নাকি আস্তে আস্তে তারাকে ভুলে সন্ধ্যাকে ভালোবেসে ফেলবে সে? কোন খাতে বইবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে সন্ধ্যাতারা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles