Sandhyatara: ‘আমায় সত্যি কথা বল’, আকাশের সঙ্গে সম্পর্কের সত্যি তারার কাছে জানতে চাইলো সন্ধ্যা, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
দুই বোনের একে অপরের প্রতি ভালোবাসা দেখিয়ে সোশ্যাল মিডিয়া থেকে টিআরপি তালিকা সর্বত্রই ঝড়ো ব্যাটিং চালাচ্ছে এই ধারাবাহিক।

Sandhyatara: বর্তমানে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত হওয়া নবাগত ধারাবাহিকগুলির মধ্যে দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করেছে সন্ধ্যাতারা (Sandhyatara)। দুই বোনের একে অপরের প্রতি ভালোবাসা দেখিয়ে সোশ্যাল মিডিয়া থেকে টিআরপি তালিকা সর্বত্রই ঝড়ো ব্যাটিং চালাচ্ছে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা।
Sandhyatara Star Jalsha
ধারাবাহিকের নিত্য দর্শকরা সকলেই জানেন তারা যে সন্ধ্যার নিজের বোন সেই কথা জানতে পেরেছে আকাশ। এরপরই সে তারাকে জানিয়েছে যে সে সব সত্যি সবার সামনে বলে দেবে। তারা আকাশকে কোনোভাবেই বোঝাতে পারেনা যে সন্ধ্যার ভালোর জন্যই সে এই কাজ করেছে। আকাশ তারার কাছ থেকে চলে গেলে তাকে থামাতে তার গাড়ির পিছনে পৌঁছায় তারা। সেই সময়ই মন্টুর লোকজন কিডন্যাপ করে নেয় তারাকে। এরপর তারাকে একটি ঘরের বন্ধ করে রেখে মন্টু জানিয়ে দেয় রাতের অনুষ্ঠানেই সকলের সামনে তারাকে হাজির করবে সে।
Sandhyatara New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে, অনুষ্ঠানে সবাই উপস্থিত হলে সন্ধ্যা জানায় সে এমন একজনের গান শোনাবে যে তাকে বুঝিয়েছে যে ভালোবাসার মানুষকে পাশে পাওয়ার অধিকার তারও আছে। এরপরই সে তার বৈষ্ণবী পিসির সঙ্গে দেখা করিয়ে দেয় সকলের। তার পিসি সকলের জন্য একটি সুন্দর গান পরিবেশন করে সন্ধ্যা ও আকাশকে আশীর্বাদ করে বলে তারা সাত জন্ম যেন একসঙ্গে থাকে। আকাশ বলে সাত জন্ম অনেক দূর এক জন্মেই যে কোন কি হয়! আকাশের মুখে এমন কথা শুনে সন্ধ্যার মনে হয় আকাশ বোধহয় তার মায়ের উপর রাগ করে এমন কথা বলছে। এদিকে সন্ধ্যার মা বিজরীকে নিয়ে চলে যেতে গেলে বিজরী আকাশকে জিজ্ঞাসা করে তারা তো তার সঙ্গেই ছিল গেল কোথায়? আকাশ জানায় হয়তো তার বিরুদ্ধে কোথাও বসে ষড়যন্ত্র করছে।
এরপরই বিজরী জানতে পারে তারাকে মন্টু সকলের সামনে হাজির করবে। এদিকে সন্ধ্যা বিজয়ার কাছে জানতে চায় তার বোনকে তো বলা হয়েছিল তাহলে সে এখনো কেন আসেনি! ঠিক সেই সময় তারা কে সকলের সামনে হাজির করে পিসিমা এবং বলে সন্ধ্যার বোন তার শালী হয় নাকি আধি ঘরওয়ালি হয়? এরপরই আকাশকে জিজ্ঞাসা করে সে তারা কি চিনতে পারছে! বোনের নামে বাজে কথা শুনে রেগে যায় তারা। এরপর তারার নামে উল্টো পাল্টা কথা বলার জন্য বিজয়া রন্টুকে মারতে গেলে তার হাত ধরে শৈল জানায় সে সত্যি বলছি কিনা আগে যাচাই করে দেখতে!
দুর্ধর্ষ এপিসোড! পালাতে গিয়ে পর্ণার কাছে ধরা পড়ল চয়ন ও রুচিরা
এইসবের মধ্যে সন্ধ্যার মাথা ঘুরে যায় এবং সে তারার উপর রেগে গিয়ে জিজ্ঞেস করে সকলে যা বলছে সেই সব কথা সত্যি কিনা! আকাশ বলে সত্যিটা সে বলছে এবং সে তারাকে চিনতে অস্বীকার করে সন্ধ্যা কে জানিয়ে দেয় যে তার বোনকে সে এই প্রথমবার দেখছে। এরপরে তারা আকাশকে বলে সে জানতো যে আকাশ তার মেজদি এত বড় ক্ষতি করবে না। এই কথা শুনে আকাশ জানায় সত্যিটা জানলে সন্ধ্যা মরে যেত তাই সে কোন কিছু বলেনি আর সে সন্ধ্যা কি এত তাড়াতাড়ি মরতে দেবে না অন্যদিকে দেখা যাবে সন্ধ্যা তারাকে কথা দিতে বলে যে নয়নতারাকে সে সন্ধ্যার সামনে হাজির করবে। তবে এইবার কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প? কি হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে? জানতে দেখতে হবে সন্ধ্যাতারা (Sandhyatara)।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি