Sandhyatara: গল্পে নয়া মোড়! সন্ধ্যার অ্যাক্সিডেন্টই কাছাকাছি আনল আকাশ ও সন্ধ্যাকে, প্রকাশ্যে জমজমাট পর্ব
প্রথম থেকেই দুই বোনের নিঃস্বার্থ ভালোবাসার গল্প দেখিয়ে দর্শকের মন জিতে নিয়েছে এই ধারাবাহিকটি।

Sandhyatara: বর্তমানে স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছে সন্ধ্যাতারা (Sandhyatara)। মাত্র কয়েক মাস শুরু হয়েছে এই ধারাবাহিকটি। কিন্তু প্রথম থেকেই দুই বোনের নিঃস্বার্থ ভালোবাসার গল্প দেখিয়ে দর্শকের মন জিতে নিয়েছে এই ধারাবাহিকটি। আর পাঁচটা ত্রিকোণ প্রেমের গল্প যেভাবে সাজানো হয় তার থেকে বেশ অনেকটাই আলাদাভাবে সাজানো হয়েছে এই গল্পটি। এই গল্পের মুখ্য চরিত্র সন্ধ্যা তারা ও আকাশনীল। এই তিনজনের জীবন কাহিনী কে কেন্দ্র করেই ধারাবাহিকের গল্প আবর্তিত হচ্ছে।
Sandhyatara Star Jalsha
ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে তারা হোস্টেলের সামনে বুলো বাবু ওরফে আকাশের গাড়ি দেখে সেখানে পৌঁছে যায় সে বিপদ বুঝতে পেরে তারা সেখান থেকে সরে গেলে আকাশের মুখোমুখি হয় সন্ধ্যা। এরপর সন্ধ্যা কে বুঝিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য রাজি করে আকাশ এবং তাকে বারণ করে বাড়িতে কিছু না বলতে। কিন্তু সন্ধ্যা বলে সে সব কথা বলে দেবে আকাশের মাকে, এরপরই রেগে গিয়ে সন্ধ্যাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে আকাশ। মনে কষ্ট পেয়ে গাড়ি থেকে নেমে ছুটি থাকলে অন্য দিক থেকে একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে তাকে। এরপরই আকাশ সন্ধ্যাকে ভর্তি করে হসপিটালে। হসপিটালে নিয়ে যাওয়ার পর আকাশ জানতে পারে অনেকটা রক্তক্ষয় হওয়ায় তার অবস্থা খুবই সংকটজনক।
এত হাতে সব কিভাবে সামলাবে বুঝে উঠতে না পেরে বিজয়া ওরফে আকাশ তার নিজের মাকে ফোন করে সবটা জানায় সন্ধ্যার অ্যাক্সিডেন্টের কথা শুনে অসুস্থ হয়ে পড়ে বিজয়া। এদিকে আকাশ মনে মনে ভাবতে থাকে সন্ধ্যা শুধু সুস্থ হয়ে উঠুক সে কখনো তাকে আনকালচার্ড বা গেঁয়ো বলবো না। অন্যদিকে বিজয়া শৈল এবং পিসিকে অপমান করে বলে সন্ধ্যার কিছু হলে সে তাদের খুন করে জেলে যাবে। এই বলে বিজয়া বেরিয়ে পরে বাড়ি থেকে। এই অপমান কিছুতেই মেনে নিতে পারে না।
Sandhyatara New Episode
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, নার্স শেষে আকাশকে জানায় পুলিশ তার সঙ্গে কথা বলতে চায়। আকাশ পুলিশকে সব সত্যি কথা জানিয়ে বলে সে যদি তার বউকে ওইভাবে চলে যাবার কথাগুলো না বলত তবে আজ এমন কোনো ঘটনা ঘটতো না। পুলিশ আকাশকে বলে সন্ধ্যা সুস্থ হওয়ার পর তার সঙ্গে আকাশের বয়ান না মিললে আকাশকে তারা গ্রেফতার করবে। ইতিমধ্যে হসপিটালে এসে পৌঁছায় বিজয়া ও আকাশের বাড়ির লোকজন। সেই সময়ই নার্স এসে জানায় সন্ধ্যার মাথা থেকে আবারো ব্লিডিং শুরু হয়েছে তাই তৎক্ষণাৎ রক্তের প্রয়োজন।
অন্যদিকে পিসি সন্ধ্যার দিদিকে ফোন করে জানায় তার বোন মৃত্যু সজ্জায় এবং বিজয়া তার ছেলেকে বাঁচাতে কলকাতায় গিয়েছে তাই তাদেরকে খবর দেওয়ার সময় পায়নি। এরপরই সন্ধ্যার মা আকাশকে ফোন করে বলে সে তার মেয়েটাকে মেরে ফেলল কেন? তবে কি সত্যিই সন্ধ্যার অ্যাক্সিডেন্টের দায় আকাশকেই নিতে হবে? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প? সন্ধ্যা কি সুস্থ হয়ে উঠবে! সুস্থ হয়ে উঠলে আকাশ কি তাকে সত্যিই এবার কাছে টেনে নেবে, কি হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে জানতে দেখতে হবে সন্ধ্যাতারা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি