Sandhyatara: ভালোবাসার উপলব্ধি! প্রাণের ঝুঁকি নিয়ে সন্ধ্যাকে রক্ত দিল আকাশ, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব
পরকীয়া নয় বরং দুই বোনের একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দেখিয়েই দর্শকের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিকটি।

Sandhyatara: বর্তমানে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত হওয়া নবাগত ধারাবাহিকগুলির মধ্যে সন্ধ্যাতারা (Sandhyatara) অন্যতম। পরকীয়া নয় বরং দুই বোনের একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দেখিয়েই দর্শকের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিকটি। সকলেই জানেন এই গল্পের নায়ক আকাশনীলকে মন দিয়েছে তারা ও সন্ধ্যা দুই বোন। কিন্তু ভাগ্যের ফেরে আকাশের বিয়ে হয় সন্ধ্যার সঙ্গে কিন্তু আকাশ আবার ভালোবাসে তারাকে। দিদির ভালোবাসা বাঁচাতে তারা আকাশের জীবন থেকে সরে যায়। সন্ধ্যা বিয়ের পর থেকে অনেক ভাবেই আকাশের মন পেতে চেষ্টা করে কিন্তু আকাশ জানিয়ে দেয় সন্ধ্যাকে ডিভোর্স দিয়ে সে বিয়ে করবে তার প্রেমিকাকে। এই বলে সে রওনা দেয় কলকাতায়। এরই মাঝে গল্প মোড় নেয় অন্যদিকে।
Sandhyatara Star Jalsha
ধারাবাহিককে সাম্প্রতিক পর্বগুলিতে দেখা গিয়েছে, আকাশের সঙ্গে লুকিয়ে কলকাতায় আসে সন্ধ্যা। তারার হোস্টেলের সামনে আকাশের গাড়ি দেখে সেখানে ঢুকে যায় সে। বিপদ বুঝতে পেরে তারা সেখান থেকে সরে গেলে আকাশের মুখোমুখি হয় সন্ধ্যা। এরপর সন্ধ্যাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য রাজি করে আকাশ কিন্তু সে বারবার সন্ধ্যাকে বলতে থাকে কোনো মতেই সে যেন বাড়িতে কিছু না জানায়। সন্ধ্যা কথা না শোনা তাকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে আকাশ। মনে কষ্ট পেয়ে গাড়ি থেকে নেমে ছুটতে থাকলে ভয়ংকর গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সন্ধ্যার। এরপরই সন্ধ্যাকে হসপিটালে ভর্তি করে আকাশ এবং বিজয়াকে সব কথা বলে কলকাতায় আসতে বলে সে।
Sandhyatara New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন আগামী পর্ব, যেখানে দেখা যাবে বিজয়ার উপর অপমানের প্রতিশোধ নিতে সন্ধ্যার দিদিকে সব কথা জানিয়ে পিসিমা বলে নিজের ছেলেকে বাঁচানোর জন্য কলকাতায় গেছে বিজয়া তাই খবর দিতে ভুলে গেছে। সন্ধ্যার অবস্থা খারাপ তাই তারা যেন পৌঁছে যায় সেখানে। সন্ধ্যার মা ফোন করে আকাশকে বলে সে কেন সন্ধ্যার এত বড় ক্ষতি করল! এদিকে সন্ধ্যার আবারও ব্লিডিং শুরু হলে নার্সের কথামতো বি-পজিটিভ রক্ত খুঁজতে রন্টুকে পাঠায় বিজয়া।
ফাঁস রূপের আসল চরিত্র! ফুলসজ্জা ফেলে বান্ধবীর সাথে হোটেলে রাত কাটালো রূপ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
হসপিটাল থেকে বেরোনোর সময় আকাশের সঙ্গে রংপুর দেখা হলে সে সব কথা বলে আকাশকে এবং তখনই আকাশ সিদ্ধান্ত নেয় সেই রক্ত দেবে আকাশকে। এদিকে ইতিমধ্যে তারা সন্ধ্যার খবর নিতে হসপিটালে পৌঁছান। নার্স আকাশকে বলে সন্ধ্যার বোন তাকে রক্ত দিতে চাইছে কিন্তু আকাশ আবারো জানিয়ে দেয় সেই সন্ধ্যাকে রক্ত দেবে। এই কথা শুনে তারা ভাবতে থাকে তবে কি আকাশ সত্যিই তার দিদিকে ভালোবেসে ফেলল! তবে এইবার কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! সন্ধ্যার অ্যাক্সিডেন্ট কাছাকাছি আনবে আকাশও সন্ধাকে, নাকি আকাশকে সন্ধ্যার সঙ্গে মানতে না পেরে গল্পের ভিলেন হয়ে উঠবে তারা! কোন দিকে মোড় নেবে গল্প জানতে দেখতে হবে সন্ধ্যাতারা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি