Sandhyatara: ‘আর কোথাও যাবনা আপনাকে ছেড়ে’, তারাকে ভুলে সন্ধ্যাকে স্ত্রীর স্বীকৃতি দিল আকাশনীল, প্রকাশ্যে ধারাবাহিকের মোড় ঘোরানো পর্ব
দুই বোনের ভালোবাসার গল্প নিয়ে আবর্তিত হচ্ছে ধারাবাহিকটি।

Sandhyatara: বর্তমানে স্টার জলসার (Star Jalsha) নবাগত ধারাবাহিকগুলির মধ্যে ‘সন্ধ্যাতারা (Sandhyatara)’ অন্যতম। দুই বোনের ভালোবাসার গল্প নিয়ে আবর্তিত হচ্ছে ধারাবাহিকটি। ধারাবাহিকটির প্রোমোতেই ত্রিকোণ প্রেমের আভাস পেয়েছিল দর্শক। কিন্তু অন্যান্য ধারাবাহিকের ক্ষেত্রে ত্রিকোণ প্রেমের গল্প যেভাবে সাজানো হয় এখানে তেমনটা হয়নি। বরং বারবার দুই বোনের একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার গল্প ফুটিয়ে তোলা হয়েছে এখানে। তাই কিছু মাসের মধ্যেই ধারাবাহিকটি সকলের মন জয় করে নিয়েছে।
Sandhyatara Star Jalsha
ধারাবাহিকের সম্প্রতি টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, তারার হোস্টেলের সামনে হুলোবাবু ওরফে আকাশনীলের গাড়ি দেখে সেখানে পৌঁছে যায় সে। বিপদ বুঝতে পেরে তারা সেখান থেকে সরে গেলে আকাশনীলের মুখোমুখি হয় সন্ধ্যা। এরপর সন্ধ্যা কে বুঝিয়ে সুজির বাড়ি ফিরে যাওয়ার জন্য রাজি করে আকাশ এবং সন্ধ্যাকে বলে সে যে তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছিল এই কথা যেন সন্ধ্যা তার মাকে না জানায়। কিন্তু সন্ধ্যা বলে সে সব সত্যি কথা বলে দেবে আকাশের মাকে। এরপরই রেগে গিয়ে আকাশ সন্ধ্যাকে জানায় তার মতো মানুষের সঙ্গে থাকতে দমবন্ধ লাগছে তার। সে আরও বলে, সন্ধ্যা এমন একটা ভূত যে কারোর ঘাড়ে চাপলে আর নামে না। তাই এরপর আকাশের যেদিকে দুচোখ যাবে সেদিকে সে চলে যাবে। এই কথা শুনে মনে মনে কষ্ট পায় তারা। গাড়ি থামাতে বলে গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে সে।
এইসময়ই একটি গাড়ি ধাক্কা মারে সন্ধ্যাকে। গাড়ির ধাক্কায় গুরুতর যখন হয় মাটিতে লুকিয়ে পড়ে সন্ধ্যা। আকাশ সন্ধ্যার কাছে পৌঁছালে রাস্তায় জড়ো হওয়া লোকজন আকাশকে ভুল বুঝতে থাকে এমনকি তাকে মেয়ে পাচারকারীও বলে। সেই সময় সন্ধ্যাকে নিজের স্ত্রীর পরিচয় দেয় আকাশ। সে বলে সন্ধ্যা তার বিয়ে করা বউ। সেখান থেকে সন্ধ্যাকে সরাসরি হসপিটালে নিয়ে যায় আকাশ। হসপিটালে রিসেপশনিস্ট জানায় অ্যাক্সিডেন্ট কেস তাই পুলিশ না এলে ভর্তি করা যাবে না। এই কথা শুনে আরও রেগে যায় আকাশ। এরপর ডাক্তার ডেকে সন্ধ্যার ট্রিটমেন্ট শুরু করতে বলে আকাশ ডাক্তার জানায় অনেকটা রক্তক্ষয় হওয়ায় তার অবস্থা খুবই সঙ্কটজনক।
‘বোন তুই হুলোবাবুর প্রেমিকা’! সত্যি জানতে পেরে নিজের ভালোবাসার বলিদান দিল সন্ধ্যা! ফাঁস আসন্ন পর্ব
Sandhyatara New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসছে ধারাবাহিকের নয়া পর্ব যেখানে দেখা যাবে, একা হাতে সব কীভাবে সামলাবে বুঝে উঠতে না পেরে বিজয়া ওরফে আকাশ তার নিজের মাকে ফোন করে সবটা জানায়। সন্ধ্যার অ্যাক্সিডেন্টের কথা শুনেই অসুস্থ হয়ে পড়ে বিজয়া। অন্যদিকে সন্ধ্যার দিদি তারাকে ফোন করে বলে সন্ধ্যা যে কলকাতা গিয়ে হারিয়ে গিয়েছে সে কথা সে জানে কিনা! তারা জানায় মেজদি এখানে এসেছিল কিন্তু জামাইবাবু এসে তাকে নিয়ে গেছে। এদিকে আকাশনীল নিজের মনে বলতে থাকে সন্ধ্যা একবার সুস্থ হয়ে উঠলে সে আর কোনদিন তার সঙ্গে ঝগড়া করবে না। তবে কি সন্ধ্যার এই অ্যাক্সিডেন্টই কাছাকাছি আনবে আকাশ ও সন্ধ্যাকে? তারাকে ভুলে সন্ধ্যাকে কি আপন করে নেবে আকাশ? কোন দিকে মোড় নিতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বগুলি? জানতে দেখতে হবে সন্ধ্যাতারা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি