Sandhyatara: ‘তারাই সন্ধ্যার বোন’! সন্ধ্যার অ্যাক্সিডেন্টের খবর শুনে হসপিটালে যেতেই তারার আসল পরিচয় জেনে গেল আকাশনীল, ফাঁস ধামাকাদার পর্ব
দুই বোনের একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে ধারাবাহিকটি।

Sandhyatara: বর্তমানে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় রয়েছে সন্ধ্যাতারা (Sandhyatara)। বর্তমানে টিআরপি তালিকাতেও ভালো ফলাফল করছে এই ধারাবাহিক। দুই বোনের একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে ধারাবাহিকটি। বর্তমানে গল্প মোড় নিয়েছে অন্য দিকে।
Sandhyatara Star Jalsha
ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে আকাশ তারার হোস্টেলে গেলে সেখানেই সন্ধ্যার সঙ্গে দেখা হয় তার। আকাশ সন্ধ্যাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য রাজি করালেও আকাশ তাকে বাড়িতে কিছু জানাতে বারণ করে। কিন্তু সন্ধ্যা তার কথা না শুনলে উল্টোপাল্টা কথা বলতে থাকে সন্ধ্যাকে। আকাশের কথায় কষ্ট পেয়ে গাড়ি থেকে নেমে ছুটতে থাকলে ভয়ঙ্কর গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সন্ধ্যার। হসপিটালে ভর্তি করার পর আকাশ ফোন করে বিজয়াকে। বিজয়া,মেজ কাকী ও রন্টু চলে আসে কলকাতায়। এদিকে সন্ধ্যার আবার ব্লিডিং শুরু হলে বি-পজিটিভ রক্তের প্রয়োজন হয়। আকাশ ঠিক করে তাকে রক্ত দেবে।
এই সময় তারাও তার মেজদির খোঁজ নিতে চলে যায় হসপিটালে। তারাকে এক ঝলক পিছন থেকে দেখে সন্দেহ হয় রন্টুর। সে বুঝতে পারে তারার ছবি সে দেখেছে এবং তারা না হলে কেউ এইভাবে মুখ ঢেকে আসবে না। এদিকে তারা নার্সকে জানায় সে তার মেজদিকে রক্ত দেবে তাই আকাশ যেন বেরিয়ে আসে কেবিন থেকে কিন্তু আকাশও নাছোড়বান্দা। সে পণ করেছে সেই রক্ত দিয়ে প্রাণ বাঁচাবে সন্ধ্যার। রক্ত দিতে গিয়ে প্রেসার বেড়ে যায় আকাশের কিন্তু পরক্ষনেই সন্ধ্যার সঙ্গে কাটানো মুহূর্তের কথা মনে পড়লে সুস্থ বোধ করে সে। শেষ পর্যন্ত নিজের প্রাণের ঝুঁকি নিয়েই সন্ধ্যার জন্য রক্ত দেয় সে। আড়াল থেকে এই দৃশ্য দেখে তারা মনে মনে ভাবে তার দিদি আকাশের মনে জায়গা করে নিতে পেরেছে।
ভালোবাসার উপলব্ধি! প্রাণের ঝুঁকি নিয়ে সন্ধ্যাকে রক্ত দিল আকাশ, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব
Sandhyatara New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসছে ধারাবাহিকের দুর্ধর্ষ আগামী পর্ব যেখানে দেখা যাবে, সন্ধ্যার জন্য ভগবানের কাছে তারা প্রার্থনা করলে রন্টু তাকে এসে জিজ্ঞাসা করে তার কোন পরিচয় সে বিশ্বাস করবে সন্ধ্যার বোনের নাকি আকাশের গার্লফ্রেন্ডের! এই সময় তারা তাড়াহুড়ো করে চলে যেতে চাইলে একজনের সঙ্গে ধাক্কা লেগে হাত থেকে সব কিছু পরে যাবে তার। আর ঠিক এই সময়েই আকাশ দেখতে পেয়ে তারাকে জিজ্ঞেস করবে সে এখানে কি করছে? তবে কী এইবার তারার আসল পরিচয় ফাঁস হবে আকাশের সামনে? সুস্থ হয়ে সন্ধ্যাও কি জানতে পারবে হুলো বাবুর ডানা কাটা পরী আসলে তার বোন তারা! কোন দিকে মোড় নেবে গল্প জানতে দেখতে হবে সন্ধ্যাতারা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি