Sandhyatara: দুর্ধর্ষ এপিসোড! আকাশের সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটালো সন্ধ্যা
খুব অল্পদিনেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক।

Sandhyatara: বর্তমানে স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ও চর্চিত ধারাবাহিকের তালিকায় আছে সন্ধ্যাতারা (Sandhyatara)। খুব অল্পদিনেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। ইদানিং ধারাবাহিকে প্রতিটি পর্বেই থাকছে টানটান উত্তেজনা। নিত্য দর্শকরা সকলেই জানেন সন্ধ্যা আর তারা যে দুই বোন তা জেনে গিয়েছে আকাশ।
Sandhyatara Star Jalsha
ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে, সকলের সামনে পিসিমা তারাকে হাজির করলে রন্টু তারার নামে উল্টো পাল্টা কথা বলতে থাকে। যা সহ্য করতে না পেরে রেগে যায় সন্ধ্যা। সন্ধ্যা তারা ও আকাশ দুজনের থেকেই জানতে চায় যে সত্যিটা কি! আকাশ সন্ধ্যার শরীরের কথা ভেবে বলে দেয় যে তারাকে সে চেনে না প্রথমবার দেখছে। পিসিমা ও রন্টু আকাশের কথায় কোনো বিশ্বাস করেনা।
Sandhyatara New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে সন্ধ্যা তারা কে তার সামনে হাজির করে সকলের বলা সমস্ত কথা মিথ্যে প্রমাণ করতে। এদিকে পিসিমা প্রতিজ্ঞা করে সে যেভাবেই হোক সব সত্যিটা সকলের সামনে আনবে। এদিকে পিসিমার কথায় শৈল এসে বিজয়া ও সন্ধ্যার পায়ে ধরে ক্ষমা চায়। এদিকে আকাশ মন মরা হয়ে বসে থাকলে তার বাবা এসে তাকে বলে তার ও সন্ধ্যার ডিভোর্স পেপার সে তৈরি করে ফেলেছে সন্ধ্যাকে দিয়ে সই সে করিয়ে ফেলতে পারত কিন্তু আকাশেরও সই লাগবে।
দুর্ধর্ষ এপিসোড! পুতুলের গায়ে হাত তুললে পলাশকে চরম শাস্তি দিল মধুবালা
সেই সময়ই দরজা খুলে ঢুকে সন্ধ্যা বলে যারা তার শালির নামে এমন অপবাদ দিয়েছে তাদের সঙ্গে সে গল্প করছে কীভাবে! আকাশ রেগে যায় সন্ধ্যার উপর। আকাশ সন্ধ্যাকে জিজ্ঞেস করে তার কি চাই? সন্ধ্যা বলে তাকে। সে আকাশের ছবি দেখার প্রথম দিন থেকে তাকে ভালোবেসেছে। আকাশ সন্ধ্যাকে বলে আর কীভাবে বললে বুঝবেন যে আমি আপনাকে ভালোবাসি না? এরপরই সন্ধ্যা বলে ভালোবাসতেই হবে আমাদের রক্তের সম্পর্ক আছে। আকাশ বলে প্রয়োজনে সেই রক্ত সে ফিরিয়ে নেবে। এরপরই আকাশের মুখ বন্ধ করতে তার মুখে গোবর ঢুকিয়ে দেয় সে। অন্যদিকে দেখা যায় আকাশের হাত থেকে সন্ধ্যাকে বাঁচাতে তাদের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয় তারা। তবে এইবার কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প? জানতে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি