বিনোদন দুনিয়া

Sandhyatara: গল্পে নয়া মোড়! তারাকে ভুলে সন্ধ্যার সন্তানের বাবা হল আকাশ, প্রকাশ্যে ধারাবাহিকের দুর্ধর্ষ প্রোমো

স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হওয়া একটি নতুন ধারাবাহিক হলো সন্ধ্যাতারা (Sandhyatara)।

Advertisements

Sandhyatara: স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হওয়া একটি নতুন ধারাবাহিক হলো সন্ধ্যাতারা (Sandhyatara)। বেশ কিছুদিনের মধ্যেই এই ধারাবাহিকের গল্প দর্শকের মন জয় করেছে। গল্পের প্রমো দেখেই দর্শক বুঝে গিয়েছিলেন, এটি একটি চিকন প্রেমের গল্প হতে চলেছে। তবে অন্যান্য গল্পের মত ত্রিকোণ প্রেমের গল্পে এখানে কোন ভিলেন নেই।

Sandhyatara Star Jalsha

Sandhyatara

Advertisements

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন সন্ধ্যা ও তারা দুই বোন তারা একে অপরকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। তবে ভাগ্যের ফেরে সন্ধ্যা ও তারা দুজনেরই একই ছেলেকে পছন্দ হয়। দিদির পছন্দকে প্রাধান্য দিয়ে নিজের ভালোবাসা ত্যাগ করে তারা। যদিও এখনও পর্যন্ত সন্ধ্যা এই ব্যাপারে অবগত নয়।

Sandhyatara

Advertisements

গল্পের নায়ক আকাশ প্রথম থেকেই পছন্দ করত না সন্ধ্যাকে। মায়ের কথা রাখতে এক প্রকার বাধ্য হয়েই সে বিয়ে করে সন্ধ্যাকে। কিন্তু বিয়ের পরেই সে সন্ধ্যাকে সাফ জানিয়ে দেয় যে, সে অন্য একটি মেয়েকে ভালোবাসে এবং সে যদি কোনদিন তার কাছে ফিরে আসে সে স্বাচ্ছন্দ্যে তাকে গ্রহণ করে নেবে। সেই সময়ই সন্ধ্যা তাকে চ্যালেঞ্জ জানিয়ে বলে, একদিন তার ভালোবাসা সে আদায় করবেই। এরপর সন্ধ্যা হাজার চেষ্টা করলেও নীলের মন কিছুতেই পায় না বরং নীল বারংবার ফিরে যেতে চায় তারার কাছে।

Sandhyatara New Episode 

Sandhyatara

এরই মধ্যে প্রকাশ্যে এসছে ধারাবাহিকের নয়া পর্ব। যেখানে দেখা গিয়েছে, আকাশ সিদ্ধান্ত নিয়েছে সে সন্ধ্যাকে ডিভোর্স দিয়ে আবারো তারাকে বিয়ে করবে। আকাশের এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারে না তার মা। সে মনে প্রানে চায় সন্ধ্যা ও আকাশের সম্পর্কে যাতে কোনো ভাঙন না ধরে। আকাশের এই সিদ্ধান্তে ভীষণ ভেঙে পড়ে তার মা। খাওয়া-দাওয়া বন্ধ করে সে ঘরে বসে থাকে। এমন সময়ে এসে ঘরে উপস্থিত হয় আকাশের মেজ কাকিমা। সে আকাশের মাকে জানায়, একবছর না হওয়া পর্যন্ত আকাশ কোনোভাবেই সন্ধ্যাকে ডিভোর্স দিতে পারবে না। এই কথা শুনে চোখের জল মোছে আকাশের মা।

ঘুরে গেল গল্পের মোড়! কোর্টে এসে নীল-মেঘের ডিভোর্স আটকে দিল ঠাম্মি, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Sandhyatara

দরজার বাইরে থেকে এই সকল কথা শুনে সন্ধ্যা মনে মনে নিজেকেই দায়ী করে। এরপরই মেজ কাকিমা বলেন, যদি এক বছরের মধ্যে সন্ধ্যার কোল আলো করে সন্তান আসে তবে আকাশ সেই সন্তানকে নিয়েই মেতে থাকবে এবং তাদের মধ্যেকার দূরত্ব আস্তে আস্তে মিটে যাবে। এরপরই নতুন প্ল্যান মাথায় আসে সন্ধ্যার। গ্রামের আশেপাশের বাচ্চাদের নিজেদের বাড়িতে নিয়ে আসে সন্ধ্যা এবং ঠিক করে আজ থেকে সেই সমস্ত ছেলে মেয়েদের দেখাশোনা করবে সে। সে চেষ্টা করে এইভাবে তার স্বামীকে আগলে রাখতে। কিন্তু এইভাবে পাগলামি করে সন্ধ্যা কি আদৌ আকাশের মন পাবে! সত্যিই কি তাদের কোল আলো করে কোন সন্তান আসবে! নাকি বিচ্ছেদের পথে হাঁটবে আকাশ ও সন্ধ্যা? কোন খাতে বইবে ধারাবাহিকের গল্প জানতে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles