বিনোদন দুনিয়াভিডিও

Sandhyatara: শেষ রক্ষা হলো না! অবশেষে সন্ধ্যা এবং আকাশের মুখোমুখি তারা, প্রকাশ্যে ধারাবাহিকের ধুন্ধুমার পর্ব

কয়েক মাসের মধ্যেই দর্শক মনে পাকাপাকিভাবে জায়গা দখল করেছে এই ধারাবাহিক।

Advertisements

Sandhyatara: বর্তমানে স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে সন্ধ্যাতারা (Sandhyatara)। কয়েক মাসের মধ্যেই দর্শক মনে পাকাপাকিভাবে জায়গা দখল করেছে এই ধারাবাহিক। গল্পের নায়িকা অন্বেষার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। সাম্প্রতিক টেলিকাস্ট করা পর্বগুলিতে গল্প মোড় নিয়েছে অন্যদিকে। বিয়ের পর থেকে যে আকাশ সন্ধ্যাকে সহ্য করতে পারত না সেই আকাশই সন্ধ্যার অ্যাক্সিডেন্টের পর তার প্রতি দূর্বল হয়ে পড়েছে।

Sandhyatara Star Jalsha

Sandhya Tara

Advertisements

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন কলকাতায় হুলো বাবু ওরফে আকাশকে খুঁজতে আসে সন্ধ্যা। তারা আর হোস্টেলে ঢুকে এসে দেখতে পায় আকাশকে। পরিস্থিতি খারাপ বুঝে সেখান থেকে তারা সরে যায়। আকাশ সন্ধ্যাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য রাজি করে গাড়িতে তোলা সেই সময়ই আকাশের সঙ্গে কথা কাটাকাটিতে মনে কষ্ট পেয়ে গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকলে ভয়ংকর দুর্ঘটনার শিকার হয় সে।

Sandhyatara

Advertisements

সন্ধ্যার এমন অবস্থায় রীতিমতো ভয় পেয়ে যায় আকাশ। সে বাড়িতে ফোন করে বিজয়া ওরফে তার মাকে চলে আসতে বলে। হঠাৎই সন্ধ্যার বি-পজিটিভ রক্তের প্রয়োজন হলে আকাশ ঠিক করে সেই রক্ত দিয়ে সন্ধ্যাকে বাঁচাবে। এদিকে সন্ধ্যার খবর পেয়ে তারাও উপস্থিত হয়েছে হসপিটালে। সে তার দিদিকে রক্ত দেবে ঠিক করলে, আকাশ জানিয়ে দেয় সেই সন্ধ্যাকে রক্ত দিয়ে বাঁচিয়ে তুলবে। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ভয় কাটিয়ে সন্ধ্যাকে রক্ত দেয় আকাশ। নিজের দিদির প্রতি আকাশের ভালোবাসা লক্ষ করে তারা।

Sandhyatara

এদিকে রন্টু চিনে ফেলে তারাকে।সে জোর করে তারাকে সন্ধ্যার কাছে নিয়ে যেতে চাইলে সে যেতে চায়না এর মাঝে বিজয়া দেখতে পায় তারাকে। তারা রন্টুর ব্যাপারে অভিযোগ করলে রন্টুকে মারতে যায় বিজয়া এবং তারাকে বলে একবার সন্ধ্যার সঙ্গে দেখা করতে কিন্তু দেরি হয়ে গেছে বলে সেখান থেকে বেরিয়ে আসতে চায় সে। এমন সময় হসপিটালে একজন লোকের সঙ্গে ধাক্কা লেগে দাড়িয়ে পড়ে তারা এবং তখনই আকাশের সঙ্গে মুখোমুখি হয় সে। আকাশ জানতে চায় সে কেন এখানে এসছে? তারা জানায় এক বন্ধুর খবর নিতে এবং তারা আকাশকে জিজ্ঞেস করে তার বউ তারার কথা জেনে গেছে কিনা আকাশ জানায় না তবে সে ব্যস্ত আছে। মেজদির জন্য আকাশের কেয়ার দেখে শান্তি পায় তারা। এদিকে আড়াল থেকে সবটা শুনে পিসিমাকে খবর দেয় রন্টু।

মিটলো মান অভিমানের পালা, মাঝরাতে পর্ণাকে কাছে টেনে নিল সৃজন! প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Sandhyatara New Episode

Sandhyatara

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব। যেখানে দেখা যাবে সন্ধ্যাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে এনেছে বিজয়া ও আকাশ। এরপরই আকাশ বলে আপনার কি চাই আকাশের চাঁদ? সন্ধ্যা বলে ওঠে চাঁদ নয় তারা। ঠিক এই সময়েই তারাকে হাজির করে পিসি ঠাম্মি এবং এই প্রথম সন্ধ্যার সামনে মুখোমুখি হয় তারা ও আকাশ। তবে কি এইবার সন্ধ্যার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে? হুলো বাবুর আসল গার্লফ্রেন্ড যে তার বোন তারা সেটা কি জানতে পেরে যাবে সে? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প? জানতে দেখতে হবে সন্ধ্যাতারা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles