Sandhyatara: সন্ধ্যা নয় তারাকে ভালবাসি! রন্টুর চক্রান্তে সন্ধ্যার সামনেই তারাকে ভালোবাসার কথা জানিয়ে দিল আকাশ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
দুই বোনের ভালোবাসার গল্প দেখিয়ে সম্প্রচারের প্রথম দিন থেকেই দর্শকের মন জয় করেছে এই ধারাবাহিক।

Sandhyatara: বর্তমানে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হওয়া নবাগত ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো সন্ধ্যাতারা (Sandhyatara)। দুই বোনের ভালোবাসার গল্প দেখিয়ে সম্প্রচারের প্রথম দিন থেকেই দর্শকের মন জয় করেছে এই ধারাবাহিক। ইদানিং বেশ জমজমাট হয়ে উঠেছে এই ধারাবাহিকের প্রতিটি পর্ব।
ধারাবাহিকের নিত্য দর্শকরা সকলেই জানেন তারা যে সন্ধ্যার নিজের বোন তা জেনে গিয়েছে আকাশ। এরপরই ক্ষিপ্ত হয়ে উঠে সে তারাকে বলে তারা দুই বোন যেভাবে তাকে ঠকিয়েছে সেও ঠিক সেইভাবেই তাদের তিলে তিলে কষ্ট দেবে। আকাশ জানিয়ে দেয় সন্ধ্যায় তাদের বাড়ির অনুষ্ঠানে সে সন্ধ্যার সামনে সবটা বলে দেবে। তারা আকাশকে থামানোর জন্য তার পিছন পিছন ছুটতে থাকে এমন সময় এই ঘটনা দেখতে পায় মন্টু। এরপরই রন্টুকে ফোন করে সে বলে সন্ধ্যাকে দিয়ে তারাকে আনানোর ব্যবস্থা করতে হবে না বরং সে নিজেই রাতের অনুষ্ঠানে তারাকে নিয়ে উপস্থিত হবে। এরপরই মন্টুর লোকজন কিডন্যাপ করে তারাকে।
Sandhyatara Star Jalsha
আকাশ বাড়ি ফিরে মনে মনে ভাবে আজ সন্ধ্যার বাড়ির লোকের সামনেই সবটা ফাঁস করবে এবং তার পর দেখবে কে কাকে ক্ষমা করে। এদিকে সন্ধ্যা একটি চাদর দিয়ে আকাশকে জড়িয়ে নিজের সঙ্গে বেধে নিলে আকাশ বলে সেই চাদর সে যেন ভগবানের সঙ্গে বেঁধে নেয় যাতে ভগবান তাকে ছেড়ে চলে যেতে না পারে। সন্ধ্যা বলে ‘ভগবান তো স্বর্গে থাকে আপনিও কি চান আমি স্বর্গে চলে যাই? অন্যদিকে দেখা যায় তারা কে কিডন্যাপ করে একটি ঘরে বন্দী করে রাখে রন্টুর লোকজন। তারা বারবার তাকে ছেড়ে দিতে বললে রন্টু জানায় আজকে রাত্রের অনুষ্ঠানে সে তারাকে নিয়ে ওই বাড়িতে যাবে।
এর মাঝে আকাশ ঘরে ঢুকে দেখে সন্ধ্যা নানান শাড়ি দিয়ে ঘর সাজিয়ে আকাশকে জিজ্ঞেস করে কোন শাড়িটা পড়লে তার হুলো বাবুর মুখে হাসি ফুটবে? আকাশ জানিয়ে দেয় আজ কোনোভাবেই তার মুখে হাসি ফোটাতে পারবে না সন্ধ্যা। আকাশ সন্ধ্যাকে সাবধান করে বলে দেয় এমন লাফালাফি করতে করতে যদি রক্ত বেরোনো শুরু হয় তবে সে কোনোভাবেই আর তাকে রক্ত দিয়ে বাঁচাবে না। সন্ধ্যা আকাশকে বলে ‘আপনি কি চান আমি মরে যাই’? আকাশ বলে আপনি বেঁচে না থাকলে আজকে সারপ্রাইজটা দেখবেন কি করে? সন্ধ্যা মনে মনে ঠিক করে সেও আকাশকে একটা সারপ্রাইজ দেবে। এমন একজনের সঙ্গে সে দেখা করাবে যে সন্ধ্যাকে আকাশকে ভালোবাসতে উৎসাহ দিয়েছিল।
মহা বিপদ! মন্টুর ষড়যন্ত্রে কিডন্যাপ হলো তারা, প্রকাশ্যে ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব
Sandhyatara New Episode
এরই মাঝে প্রকাশ হয়েছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে, অনুষ্ঠান শুরু হতে সেখানে উপস্থিত হয় সন্ধ্যার বাড়ির লোক। রন্টু মন্টুকে ফোন করে বলে দেয় সবাই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পরেই যেন সে তারাকে নিয়ে চলে আসে। এরপরই রন্টু আকাশকে জিজ্ঞেস করে সন্ধ্যার বোন সম্পর্কে তার কে হবে? সন্ধ্যা জানায় আমার বোন তো ওনার শালীই হবে। এরপরই পিসিমা তারাকে সবার সামনে হাজির করে আকাশকে জিজ্ঞেস করে সে তারাকে চিনতে পারছে কিনা! রন্টু সকলের সামনে বলে তারা তারা শালী নাকি আধি ঘরওয়ালি? আকাশ তারাকে দেখে চমকে যায়। তবে এইবার কোন দিকে মোড় নেবে গল্প! সন্ধ্যা সবটা জানার পর কি করবে সে? আকাশ কি সন্ধ্যাকে নিজের জীবনে মেনে নেবে? নাকি বাড়ি থেকে বের করে দেবে তাকে। কি হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে জানতে হবে সন্ধ্যাতারা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি