Sandhyatara: মহা বিপদ! মন্টুর ষড়যন্ত্রে কিডন্যাপ হলো তারা, প্রকাশ্যে ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব
ইদানিং গল্প যেদিকে মোড় নিয়েছে তাতে দর্শকের মধ্যে টানটান উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Sandhyatara: বর্তমানে স্টার জলসার (Star Jalsha) চর্চিত ও জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় রয়েছে সন্ধ্যাতারা (Sandhyatara)। ইদানিং গল্প যেদিকে মোড় নিয়েছে তাতে দর্শকের মধ্যে টানটান উত্তেজনার সৃষ্টি হয়েছে। ধারাবাহিকের প্রতিটি পর্বেই থাকছে নিত্য নতুন চমক।
Sandhyatara Star Jalsha
ধারাবাহিকে শেষ পর্বে দেখা গিয়েছে, আকাশ তারাকে বাড়ি থেকে বেরিয়ে ফোন করতে থাকলে ফোন কেটে দেয় সে। অন্যদিকে নিজের মনস্কামনা পূর্ণ করতে বাড়ির সামনে রাধা গোবিন্দ মন্দিরে গেলে সে তারা ও বিজরিকে একসঙ্গে দেখতে পায়। তারা যখন বিজরিকে সন্ধ্যার ব্যাপারে বলতে থাকে তখন সব কথা আড়াল থেকে শুনতে পেয়ে যায় আকাশ। আকাশ তারাকে বলে তারা দুই বোন মিলে যেভাবে তার জীবনটা নষ্ট করেছে ঠিক সেইভাবেই সন্ধ্যাকে কষ্ট দেবে সে। তারা আকাশকে বলে সন্ধ্যার ভালোর জন্যই সে সবটা গোপন করেছে এমনকি সে আকাশের পায়ে পড়ে যায়। কিন্তু আকাশ নিজে সিদ্ধান্তে অনর থাকে সে জানিয়ে দেয় যে রাতের অনুষ্ঠানেই সে সন্ধ্যাকে সবটা জানিয়ে দেবে। অন্যদিকে দেখা যায় সন্ধ্যা তারাকে ফোন করলে আকাশ সেটা দেখে তারার হাত থেকে ফোনটা ফেলে দেয়। সন্ধ্যা তারার জন্য চিন্তা করলে বিজয়া বলে তার দিদিকে ফোন করতে। এদিকে রন্টু এসে বিজয়াকে বলে অনুষ্ঠানের আয়োজন করতে হবে বিজয়া জানায় তার একার দায়িত্ব না এটা সবার দায়িত্বের মধ্যে পরে।
এবার মজা বুঝবে জেঠু! বাবার বিরুদ্ধে গিয়ে রুচিরাকে বিয়ের সিদ্ধান্ত নিল চয়ন, প্রকাশ্যে জমজমাট পর্ব
Sandhyatara New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে আকাশ মন্দির থেকে বেরিয়ে এলে তার পিছনে দৌড়াতে থাকে তারা। এই ঘটনা আড়াল থেকে দেখে ফেলে মন্টু। সে রন্টুকে ফোন করে জানিয়ে দেয় যে সন্ধ্যাকে দিয়ে তারাকে অনুষ্ঠানে হাজির করতে হবে না সে নিজেই চলে এসছে এবং সন্ধ্যেবেলা দায়িত্ব করে তাকে নিয়ে অনুষ্ঠানে হাজির হবে সে। এরপরই মন্টু তার দলবলকে দিয়ে তারাকে কিডন্যাপ করে একটি ঘরে আটকে রাখে। তারা বারবার দরজা খুলে দিতে বললে মন্টু জানায় সন্ধ্যাবেলা অনুষ্ঠান শুরু হলে তাকে সোজা ওই বাড়িতে নিয়ে যাবে সে। তবে কি এইবার সব সত্যি সকলের সামনে আসার পালা? সন্ধ্যা কী জানতে পেরে যাবে তারাই আকাশের গার্লফ্রেন্ড? কি করবে এইবার তারা? কোন দিকে মোড় ঘুরবে গল্পের! জানতে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি