বিনোদন দুনিয়া

Sanjay Dutt: সত্যিই কি সঞ্জয় দত্তের ৩০৮ জন বান্ধবী ছিল? কী বললেন অভিনেতা!

বলিউডের (Bollywood) প্রথম সারির অভিনেতাদের মধ্যে সঞ্জয় দত্ত (Sanjay Dutt) হলেন অন্যতম

Advertisements

Sanjay Dutt: বলিউডের (Bollywood) প্রথম সারির অভিনেতাদের মধ্যে সঞ্জয় দত্ত (Sanjay Dutt) হলেন অন্যতম। ১৯৮১ সালে অভিনয় জীবনে পদার্পন করেন তিনি। ১৭৭-এরও বেশি সিনেমায় কাজ করেছেন। অনেক সুন্দরী অভিনেত্রীদের সাথে জুটি বাঁধতে দেখা গেছে তাকে। কখনও রোমান্টিক সিনেমা, কখনো বা অ্যাকশন হিরো, আবার কখনো ভিলেন; সব চরিত্রেই সমানভাবে মানিয়ে গেছে তার অভিনয়। কিছুদিন আগেই সঞ্জয় দত্তের জীবন কাহিনী নেপথ্যে তৈরি হয়েছিল বায়োপিক। অনেকেই তার জীবন সম্পর্কে অনেক তথ্যই পেয়েছে। এই তথ্যের মধ্যে থেকে উঠে আসে এক অজানা কাহিনী। শোনা যায়, সঞ্জয় দত্তের নাকি ৩০৮ জন বান্ধবী ছিল! তবে আদৌ কি এমনটাই সত্যি? কি বলছে ইতিহাস।

Did Sanjay Dutt Really have 308 Girlfriends

Sanjay Dutt:

সঞ্জয় দত্তের জীবন কাহিনী অবলম্বনে যে বায়োপিক তৈরি হয়েছিল, তাতে এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছিল। তবে এই ছবির সত্যতা অভিনেতা নিজেই স্বীকার করেছেন। তিনি জানান, তার নাকি সত্যিই ৩০৮টি মেয়ের সাথে সম্পর্ক ছিল। যা শুনে তো রীতিমত মাথায় হাত সঞ্জয় ভক্তদের!

Sanjay Dutt’s Biopic Sanju

Sanjay Dutt:

অনেকেই হয়তো জানেন না, সঞ্জয় দত্তের জীবনে সত্যিই এমন দিনও ছিল। বায়োপিক তৈরির সময় এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত জানিয়েছিলেন, তার নাকি একসময় একই সাথে তিনটি মেয়ের সাথেও সম্পর্ক ছিল। স্বাভাবিকভাবেই এরূপ তথ্য জানার পর থেকে তার চরিত্র নিয়েও প্রশ্ন উঠেছে দর্শকমহলে।

20 বছর পর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘কোই মিল গ্যায়া’

Early Life of Sajay Dutt

Sanjay Dutt:

তবে সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জুতে শুধুমাত্র তার চরিত্রের দিকটি প্রকাশ পেয়েছে, তা নয়! কীভাবে তিনি জেলে গিয়েছিলেন এবং কীভাবে সন্ত্রাসবাদী বিভিন্ন কার্যকলাপের সাথে যুক্ত থাকতেন, সে বিষয়েও অনেক তথ্য পাওয়া গিয়েছিল। এছাড়াও জানা যায়, জীবনে ঠিক কতটা কষ্ট করতে হয়েছিল একসময় এই অভিনেতাকে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles