বিনোদন দুনিয়া

Rik Basu: বাঙালির জয়জয়কার! জাতীয় মঞ্চে বাংলার ছেলে ঋকের গান শুনে মুগ্ধ বিচারকমহল

বাংলার বুকে বহু খ্যাতনামা গায়ক-গায়িকার জন্ম দিয়েছে জনপ্রিয় রিয়্যালিটি শো 'সারেগামাপা'।

Advertisements

Rik Basu: বাংলার বুকে বহু খ্যাতনামা গায়ক-গায়িকার জন্ম দিয়েছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’। প্রতিটি সিজনেই দুর্দান্ত কিছু প্লে-ব্যাক সিঙ্গার সারেগামাপার মঞ্চ থেকে উঠে আসে। ঠিক এভাবেই জি বাংলার সারেগামাপা (Zee Bangla Saregamapa) থেকে একদা ব্যাপক খ্যাতি অর্জন করেছিল ঋক বসু। যারা সারেগামাপার দর্শক তারা জানেন, ঋক কীভাবে নিজের কণ্ঠস্বরের মাধ্যমে সকলের মন জিতে নিতে পারেন। বর্তমানে এই বঙ্গসন্তান পৌঁছে গিয়েছে জাতীয় স্তরে। হিন্দি সারেগামাপাতে অংশগ্রহণ করেছে ঋক।

Rik Basu from Bengal Sings ‘Mon Majhi Re’ in Hindi Saregamapa

Rik Basu

Advertisements

জি বাংলার সারেগামাপাতে আসার জন্য বহু কাঠখড় পোড়াতে হয়েছিল এই গায়ককে। জীবনে অনেক প্রতিকূলতা পার করে আজ জাতীয় স্তরে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন তিনি। তবে হিন্দি মঞ্চে গিয়েও নিজের ভাষাকে ভুলে যাননি ঋক। হিন্দি সারেগামাপার মঞ্চে গিয়েও তাঁর কন্ঠে শোনা গেল জিৎ ও শুভশ্রী অভিনীত ‘বস’ সিনেমার সেই জনপ্রিয় ‘মন মাঝি রে’ গানটি। যদিও এই গানটি বর্তমানে হিন্দিতে রিক্রিয়েট করেছেন জিৎ গাঙ্গুলি। সেই হিন্দি গানটি গাইতে গাইতে, হঠাৎই বাংলা শব্দ বলে ওঠে সে, যার দ্বারা উচ্ছ্বাস দ্বিগুণ হয়ে যায় সর্বত্র।

Rik Basu

Rik Basu

এই প্রতিযোগিতায় বিচারকের আসনে রয়েছেন অনু মালিক, হিমেশ রেশমিয়া এবং নীতি মোহনের মতো তাবড় তাবড় বিচারকেরা। তাঁরাও ঋকের গানে রীতিমতো মুগ্ধ। এই গানটি অবশ্য সে উৎসর্গ করেছে, তাঁর না পাওয়া প্রেমিকার উদ্দেশ্যে। গানটি শুনে হিমেশ রেশমিয়া তাকে ‘সাচ্চা আশিক’ বলে তকমা দিয়েছে।

ছোট পোশাকে জুনিয়র দীপিকা ‘মেঘ’ তিতিক্ষা! ভিডিওতে সৌরনীলের বউকে দেখে ঘাম ছুটলো ভক্তদের

জি বাংলা সারেগামাপায় সাফল্য লাভের পরে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেছেন ঋক। ‘এল মা দূগ্গা’, ‘লগন বয়ে যায়’, ‘এই শহরে’ এরকম বহু গান ঋকের কণ্ঠে শুনেছে শ্রোতারা। বর্তমানে জাতীয় স্তরে আবারো নিজের কণ্ঠস্বরের জন্যই ভূয়সী প্রশংসা পাচ্ছে ঋক।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles