খবরফাইনান্স

SBI Updates: এসবিআই গ্রাহকরা আজই করুন এই কাজ! রইল ব্যাংকের তরফ থেকে বড় আপডেট

ভারতের অর্থ লেনদেনকারী ব্যাংকগুলির মধ্যে জাতীয় স্তরের সর্বাগ্রে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

Advertisements

SBI Updates:

ভারতের অর্থ লেনদেনকারী ব্যাংকগুলির মধ্যে জাতীয় স্তরের সর্বাগ্রে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। গ্রাহকরা সর্বদাই এই ব্যাংকের উপর একটু বেশি বিশ্বাস করে কারণ এই ব্যাংকের ভরসাযোগ্যতা অনেকটাই বেশি। এছাড়া গ্রাহকদের কথা মাথায় রেখে অনেক বেশি সুবিধা আনে এই ব্যাংক। তবে এবার ব্যাংকের তরফ থেকে বেশ কিছু বদল জারি করা হল, যা ৩০ শে জুন থেকেই চালু হবে। তাই দেরি না করে গ্রাহকদের বিশেষ কিছু কাজ সেরে তুলতে হবে চটজলদি। পরবর্তীকালে এর দরুণ সমস্যাও আসতে পারে।

এক ঝলকে

Advertisements

SBI Tweeted

SBI

ইতিমধ্যে গ্রাহকদের উদ্দেশ্যে এসবিআই টুইট করে জানিয়েছে, ভারতীয় স্টেট ব্যাঙ্কে যেসব গ্রাহকদের অ্যাকাউন্ট আছে অর্থাৎ বই আছে, তারা যেন অতিসত্বর এই কাজগুলি করে নেয়। এসবিআই-এর পক্ষ থেকে যে বিরাট ঘোষণাটি করা হয়েছে, তা বিশেষত যারা লকার ব্যবহার করে তাদের জন্যই। তাহলে দেরি না করে দেখে নিন, এসবিআই-এর এই বিরাট আপডেট গুলি কি কি-

SBI New Updates

SBI

এসবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যারা লকার (SBI Lockers) ব্যবহার করে, তাদের নতুন চুক্তিতে স্বাক্ষর করে আসতে হবে। এর মাধ্যমে গ্রাহকেরা আগের থেকে অনেক বেশি সুবিধা এবং নিরাপত্তা পাবে লকার ব্যবহারে।

এছাড়া বলা হয়েছে যদি কোন ব্যাংকে ডাকাতি বা অগ্নিকাণ্ড হয়, সব জিনিস তছনছ হয়ে যায়; তাহলেও গ্রাহকেরা প্রায় ১০০ গুন টাকা ক্ষতিপূরণ হিসেবে পেয়ে যাবে।

আরো পড়ুন – এই ৮টি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI, আপনার অ্যাকাউন্ট নেই তো?

SBI

তবে শুধু স্টেট ব্যাংক বললে ভুল হবে! রিজার্ভ ব্যাংকের (RBI) পক্ষ থেকে, ভারতের অন্যান্য ব্যাংকগুলিতেও এই নির্দেশায় জারি করা হয়েছে।

আরবিআই-এর তরফ থেকে আরো জানানো হয়েছে যে, ৩০ শে জুন ২০২৩-এর মধ্যেই প্রায় লকার ব্যবহারকারীর ৫০ শতাংশ মানুষকেই এই চুক্তিতে স্বাক্ষর করাতে হবে এবং ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৭৫ শতাংশ গ্রাহককে দিয়ে চুক্তি স্বাক্ষর করিয়ে নিতে হবে।

Related Articles