খবর

SBI Recruitment 2023: পরীক্ষা ছাড়াই স্টেট ব্যাংকে দুর্দান্ত চাকরির অফার, বেতন ৭৫ হাজার টাকা

তাই দেরি না করে দেখে নিন স্টেট ব্যাংকে আবেদনের পদ্ধতি

Advertisements

SBI Recruitment: বর্তমানে চাকরির দুর্মূল্যের বাজারে সরকারি চাকরি প্রায় অধরা! চাকরিপ্রার্থীরা বসে থাকে কখন কোন সরকারি সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে আর এবার সেই অপেক্ষার অবসান ঘটলো। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) পক্ষ থেকে স্পেশালিস্ট ক্যাডার অফিসার (Specialist Cadre Officer) পদের জন্য নিয়োগ শুরু হলো। যারা ব্যাংকে চাকরি করতে চায় বা ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে, তারা অবশ্যই এই পদে আবেদন করতে পারবে। তাই দেরি না করে দেখে নিন স্টেট ব্যাংকের এই পরীক্ষায় আবেদনের পদ্ধতি, যোগ্যতা থেকে শুরু করে শেষ তারিখ, প্রয়োজনীয় তথ্য সবকিছুই।

SBI SCO Recruitment 2023

SBI

  • আবেদন পদ্ধতি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নির্দিষ্ট পদে আবেদনের জন্য এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট Sbi.co.in-এ গিয়ে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার পরে চাকরিপ্রার্থীদের একটি নির্বাচিত তালিকা বের করা হবে। তারপরে সাক্ষাৎকার, চুক্তির মাধ্যমে ও CTC কথোপকথনের দ্বারা প্রার্থী বাছাই সম্পন্ন হবে।

আরো পড়ুন – রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরির দারুন সুযোগ! দেরি না করে এখনই আবেদন করুন

SBI SCO Exam

SBI

  • আবেদন মূল্য : জেনারেল কাস্ট/ওবিসি চাকরি প্রার্থীদের জন্য ৭৫০ টাকা এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের (SC/ST/PWD) জন্য কোন চার্জ লাগবে না।

SBI SCO বেতন :

SBI

  • ভাইস প্রেসিডেন্ট- ৫০ লক্ষ থেকে ৭৫ লক্ষ টাকা।
  • সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ অর্থাৎ প্রোগ্রাম ম্যানেজার- 22 লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা।
  • সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ- কোয়ালিটি এন্ড ট্রেনিং- ২২ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা।
  • সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ কমান্ড সেন্টার – ২২ লক্ষ থেকে 30 লক্ষ টাকা।
    অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সিনিয়র ম্যানেজমেন্ট- ৮৯৮৯০ – ২৫০০/২ – ৯৪৮৯০-২৭৩০/২-১০০৩৫০ টাকা।
  • চাকরি প্রার্থীর যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী পাস করতে হবে। এছাড়া MBA বা PGDM, BE বা B.Tech অথবা CA ডিগ্রী অবশ্যই থাকতে হবে।

আরো পড়ুন – নামী ব্যাঙ্কের ম্যানেজার পদে চাকরির সুযোগ, আবেদন করুন

মোট শূন্য পদের সংখ্যা

SBI

  • সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ প্রোগ্রাম ম্যানেজার ১
  • সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ কোয়ালিটি অ্যান্ড ট্রেনিং ৪
  • সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ কমান্ড সেন্টার ১
  • সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড ৩
  • সহকারীর মহাব্যবস্থাপক ১
  • মোট ২৪ টি শূন্য পদ রয়েছে।
  • আবেদন শেষ তারিখ- ২১শে জুন ২০২৩

Related Articles