বিনোদন দুনিয়া

Shahrukh Khan: এই ছবিতে সই করাই ছিল জীবনের চরম সিদ্ধান্ত! কিং খানের অজানা কাহিনী জানলে অবাক হবেন আপনিও

Advertisements

Shahrukh Khan: বলিউডের বাদশা বলে যাকে আখ্যা দেওয়া হয় তিনি হলেন শাহরুখ খান (Shahrukh khan)। প্রায় তিন দশক ধরে একের পর এক হিট ছবির মাধ্যমে দর্শকদের মণি কোঠায় রাজা হয়ে উঠেছেন তিনি। বলিউড মানেই বর্তমানে শাহরুখ খান, তা বলা বাহুল্য। তার বয়স যতই বাড়ুক না কেন, সেই জোশ কিন্তু একই রকম রয়ে গেছে! তবে একটা সিদ্ধান্তই তার জীবন বদলে দিয়েছিল।

Bollywood Actor Shahrukh Khan

Shahrukh Khan

মাঝে চার বছরের বিরতি নিয়েছিলেন সকলের প্রিয় বাদশা। সেই জিরো ছবির পর আবারও তিনি বড় পর্দায় ফিরে এসেছেন পাঠান ছবির হাত ধরে। দীপিকা পাডুকোনের সাথে আবার জুটি বেঁধেছেন। তবে শুরুর জীবনে তার সাফল্য পাওয়াটা এতটাও সহজ ছিল না। ‘দিওয়ানা’ (Deewana) ছবির মাধ্যমেই জীবনের চরম উন্নতিতে পৌঁছেছিলেন তিনি। তবে তাও কিন্তু হাতছাড়া করে দিচ্ছিলেন কিছু ভুলের কারণে! বলিউড বাদশা শাহরুখ খানের সেই অজানা কাহিনী অনেকেই জানেন না।

Advertisements

ছবির এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী ইনি

Unknown Fact About Bollywood Badshah Shahrukh Khan

Shahrukh Khan

দিওয়ানা ছবির প্রস্তাব পাওয়ার পর প্রথমেই রাজি হননি বলিউড বাদশা। অনেক অনুরোধ করার পরে পরবর্তীকালে তিনি এই ছবি করতে রাজি হয়েছিলেন। তবে এই ছবিতে রাজি না হওয়ার অন্যতম কারণ হল, তার আগে থেকেই কিং আঙ্কেল, কাভি হাঁ কাভি না, রাজু বান গেই জেন্টলম্যান, চমৎকার, আশনা হে এরকম পাঁচটি ছবিতে তার চুক্তিবদ্ধ করা ছিল। তবে কে জানতো, এই ছবিটাই তার ভাগ্য বদল করে দেবে। তার চুক্তি আবদ্ধিত পাঁচটি ছবির আগেই মুক্তি পেয়েছিল দিওয়ানা আর তাই দিয়েই তার সাফল্যের পথ আরো কিছুটা খুলে গিয়েছিল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles