বিনোদন দুনিয়াভাইরালভিডিও

Sherya Ghoshal: খালি গলায় অসাধারণ গান গেয়ে আবারও ভক্তদের মন জিতলেন শ্রেয়া ঘোষাল, না শুনলেই মিস!

নিজের সুরের মূর্ছনায় সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

Advertisements

Sherya Ghoshal Viral Video: বর্তমানে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। প্রতিদিন সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই ভেসে ওঠে পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা অজানা কাহিনী। অবসরযাপনের জন্য মানুষের সামনে বিনোদনের থালি সাজিয়ে হাজির করে এই সোশ্যাল মিডিয়া। এমনকি পৃথিবীর নানা প্রান্তে লুকিয়ে থাকা প্রতিভাদের কথাও জানা যায় এই সোশ্যাল মিডিয়ার দৌলতে। বর্তমানে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি, প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে থাকে। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও বিভিন্ন ছবি বা ভিডিও শেয়ার করে থাকেন নেটিজেনদের সঙ্গে। যা ভাইরালও হয় নেটদুনিয়ায়।

Sherya Ghoshal

Sherya Ghoshal

Advertisements

তেমনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শ্রেয়া ঘোষালের একটি ভিডিও। শ্রেয়া ঘোষালকে আলাদা করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। নিজের সুরের মূর্ছনায় সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি। গান গেয়েছেন বলিউডের অসংখ্য চলচ্চিত্রে। বলিউড ছাড়া টলিউডেরও জনপ্রিয় গায়িকা তিনি। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন গায়িকা। এছাড়াও তার ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। দেবদাস ছবিতে গান গেয়ে এই প্রথম বলিউডে পা রাখেন তিনি। ২০০৩ সালে দেবদাস ছবির ‘বৈরি পিয়া’ গানের জন্য প্রথম জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, পাঞ্জাবি, অসমীয়া ছাড়াও আরও বিভিন্ন ভাষায় গান গেয়েছেন তিনি। এক কথায়, শ্রেয়া ঘোষাল (Sherya Ghoshal) দেশের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।একের পর এক বাংলা ও হিন্দি সিনেমাতে কণ্ঠ দিতে দেখা গিয়েছে তাঁকে।।

খালি গলায় অসাধারণ গান গাইলেন অভিনেত্রী শ্রুতি দাস! প্রশংসায় পঞ্চমুখ সাইবার মহল

Shreya Ghoshal Viral Video

Advertisements

সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ গায়িকা। মাঝে মধ্যেই নিজের ছবি ভিডিও পোস্ট করেন গায়িকা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মাঝেমধ্যে খালি গলায় গান গেয়েও শেয়ার করেন তিনি। সম্প্রতি ফের খালি গলায় গান গেয়ে সকলের মন জয় করেছেন শ্রেয়া ঘোষাল (Sherya Ghoshal)। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওটিতে তাঁকে তার নিজের গাওয়া ‘তুঝে ভি চান্দ (Tujhe Bhi Chnad)’ গানটি গাইতে শোনা গিয়েছে। শেয়ার করার পরই ভিডিওটি ভাইরাল হয়েছে। ইতিমধ্যে বহু মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং শেয়ারও করেছেন। তার খালি গলায় গাওয়া গানও মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সাইবার জগতে এবং খুব সহজে সকলের মনও জয় করে সেই গান। এইবারও তার ব্যতিক্রম হয়নি। ভিডিওটিতে তাঁর গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles