Shruti Das: ‘মাগো আনন্দময়ী’, খালি গলায় ভক্তিগীতি গেয়ে সকলকে মুগ্ধ করলেন ‘রাঙা বউ’ শ্রুতি দাস, প্রশংসায় ভরালো নেটপাড়া
কিছুদিন আগেই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি।

Shruti Das: টেলি জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। স্টার জলসা (Star Jalsha) ও জি বাংলার (Zee Bangla) বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছেন এই অভিনেত্রী। কিছুদিন আগেই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। কোনো আড়ম্বর ছাড়াই সাদামাটা ভাবে বিয়ে সেরেছেন তারা। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার রাঙা বউ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ এই অভিনেত্রী। মাঝেমধ্যেই নিজের জীবনের নানান মুহূর্তের ছবি বা ভিডিও পোস্ট করে থাকেন তিনি।
Tolly Actress Shruti Das
তবে শুধুমাত্র অভিনয় নয় গানেও যে বেশ পারদর্শী অভিনেত্রী তা কারোরই অজানা নয়। মাঝেমধ্যেই খালি গলায় গান গেয়ে অনুরাগীদের মন জয় করেন তিনি। এর আগেও অভিনেত্রী শ্রুতি দাস এর গানের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছেন নেটদুনিয়ায়। এইবারও তার অন্যথা হয়নি।
Shruti Das Viral Video
সম্প্রতি তার একটি গানের ভিডিও আবারও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ভাইরাল হওয়া ভিডিওটিতে অভিনেত্রীকে স্টেজে একটি বিখ্যাত শ্যামা সঙ্গীত ‘মা গো আনন্দময়ী নিরানন্দ করো না’ গানটি গাইতে শোনা গিয়েছে। বলা বাহুল্য, তার সুমধুর কণ্ঠ ও সুরের মূর্ছনায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটি। একজন লিখেছেন, ‘তুমি অ্যাক্টিং যেমন ভালো করো, গানও তেমন ভালো করো’। আবার একজন লিখেছেন, ‘খুব সুন্দর হয়েছে গানটা, পুরো মন ছুঁয়ে গেলো’।
Netizen’s Reaction
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী। মূলত তার শ্বশুরবাড়ির পাড়ার একটি সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এই গানটি পরিবেশন করেছেন। যা মুগ্ধ করেছে তার অনুরাগীদের। প্রায় তিন হাজারের বেশি মানুষ ভিডিওটিকে লাইক করেছেন এবং বহু মানুষের ইতিবাচক মন্তব্যে ভরে উঠেছে ভিডিওটির কমেন্ট সেকশন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি