বিনোদন দুনিয়া

Shruti Das: খালি গলায় ট্রেন্ডিং গান গেয়ে সাইবারবাসীকে মুগ্ধ করলেন ‘রাঙা বউ’ শ্রুতি দাস! দেখুন সেই ভিডিও

কিছুদিন আগেই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস।।

Advertisements

Shruti Das: টলি পাড়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে ‘শ্রুতি দাস’ (Shruti Das) হলেন অন্যতম। বর্তমানে জি বাংলার ‘রাঙা বউ’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়া কিছুদিন আগেই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। অনুষ্ঠান নয় বরং সাদামাটা ঘরোয়া রীতিনীতি মেনেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যায়, সেখানে কতটা অ্যাক্টিভ অভিনেত্রী। প্রায়শই নানান ভিডিওর মাধ্যমে নিজের জীবনের নানান মুহূর্ত তিনি তুলে ধরেন সমাজ মাধ্যমে। সম্প্রতি একেবারে ভিন্ন ধারার এক ভিডিওর মাধ্যমে ভাইরাল হলেন অভিনেত্রী।

Tollywood Actress Shruti Das

Shruti Das

Advertisements

বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং গানের তালিকায় শীর্ষ ভাগে রয়েছে শ্রেয়া ঘোষাল এবং সাদ লামজারেদের গাওয়া ‘গুলি মাতা’ (Guli Mata) গানটি। ইনস্টাগ্রামে প্রায় ২ মিলিয়ন মানুষ এই গানে রিলস ভিডিও বানিয়েছে। বড় বড় তারকা থেকে শুরু করে ছোটখাটো ক্রিয়েটার, কেউই বাদ যায়নি এই তালিকা থেকে। এরই সঙ্গে বাদ গেলেন না অভিনেত্রী শ্রুতি দাসও। তবে তাঁর উপস্থাপনা ছিল একেবারে ভিন্ন রকম। ট্রেন্ডিং গানের দ্বারাই তিনি ভাইরাল হয়েছেন, তবে তা একেবারেই নিজের কন্ঠের মাধ্যমে।

Viral Video: Guli Mata Song

Shruti Das: খালি গলায় ট্রেন্ডিং গান গেয়ে সাইবারবাসীকে মুগ্ধ করলেন 'রাঙা বউ' শ্রুতি দাস! দেখুন সেই ভিডিও

ভাইরাল হওয়া ভিডিওটিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে ‘রাঙা বউ’ ধারাবাহিকে শুটিংয়ের মাঝেই ভিডিও শুট করতে বসেছেন নিজের ফোনে। সেখানেই নিজের গলায় গাইছেন জনপ্রিয় ট্রেন্ডিং গান ‘গুলি মাতা’। বলা বাহুল্য, অভিনেত্রীর সুমধুর কণ্ঠে সঠিক স্বরক্ষেপণ ও সুর, স্বচ্ছ উচ্চারণে মুহূর্তের মধ্যেই ভিডিওটি হয়ে উঠেছে ভাইরাল।

সত্যি হল জল্পনা! জিতুর জন্মদিনে কাছে নেই নবনীতা, সুন্দরী শ্রাবন্তীর তরফ থেকে এল শুভেচ্ছা বার্তা

 

Netizen’s Reactions

কোনো নেতিবাচক মন্তব্য নয়, বরং তাঁর কমেন্ট বক্স ভরে উঠেছে শুধুই শুভেচ্ছা বার্তা এবং প্রশংসাময় মন্তব্যে। ১.৬ লক্ষ মানুষ তার এই ভিডিওটি দেখেছে। কেউ বলেছে, “আমি প্রথম কোনো অভিনেত্রীকে দেখলাম যে এত নিখুঁত গলায় গান গাইতে পারে”। কেউ আবার তাঁকে বলে, “ভগবান কী দিয়ে তোমায় তৈরি করেছে, এত গুণ”! অন্য একজন লিখেছে, “দিদি তুমি কি গান শিখেছো? তোমার গলাটা আমার খুব ভালো লাগে”।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles