Shubhashree Ganguly: নতুন ফটোশুটে ধরা দিলেন শুভশ্রী, মাতৃত্বকালীন আভায় আরো সুন্দরী টলিউড ডিভা
আগামী ডিসেম্বরে তাদের ঘর আলো করে আসছে, ইউভানের সাথী তথা তাদের দ্বিতীয় সন্তান। এসবের মাঝেই সৌন্দর্য ছড়িয়ে বেশ কয়েকটি ফটোশুটের আমেজে মাতলেন অভিনেত্রী।

Shubhashree Ganguly: দ্বিতীয়বার মা হতে চলেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, তথা পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী (Shubhashree Ganguly)। আগামী ডিসেম্বরে তাদের ঘর আলো করে আসছে, ইউভানের সাথী তথা তাদের দ্বিতীয় সন্তান। এসবের মাঝেই সৌন্দর্য ছড়িয়ে বেশ কয়েকটি ফটোশুটের আমেজে মাতলেন অভিনেত্রী। তারই বেশ কিছু ঝলক রইল আজকের প্রতিবেদনে।
Shubhashree Ganguly Radiate Pregnancy Glow in Her Latest Photoshoot
গোলাপি রঙের এই পোশাকটিতে তাকে অসম্ভব সুন্দরী লাগছিল। তার হালকা বেবি বাম্প স্পষ্ট ছিল এই ছবির মাধ্যমে।
এই পোশাকটিতে তার পরনে থাকা ফ্লোর লেন্থের গাউন সকলকে চমকপ্রদর্শ করেছে। এর সাথে তার চড়া মেকআপ এবং সুন্দর হেয়ার স্টাইলিং আরো বেশি সুন্দর করে তুলেছিল সবকিছুকে। এই গর্জাস গাউনটি পরে ডান্স বাংলা ডান্সের মঞ্চ মাতিয়েছিলেন তিনি।
সুন্দর পোশাকের দ্বারা কিভাবে সবাইকে ঘায়েল করা যায়, তা এই নিয়ম পোশাকের মাধ্যমে বুঝিয়েছিলেন অভিনেত্রী। বোল্ড ওয়েস্টার্ন পোশাকে তাকে একেবারেই অনন্য লাগছিল। চুলটিও ছিল এক অন্য স্টাইলে বাঁধা। এর সাথে চড়া মেকআপ করেছিলেন অভিনেত্রী। এক কথায় যাকে সাহসী লুক বলা যেতে পারে।
দাদা হচ্ছে ইউভান! দ্বিতীয় বার মা হতে চলেছেন রাজ-ঘরণী শুভশ্রী
এই ফটোশুটটিতে তার পোশাক নয়, তার চোখই শেষ কথা বলেছে। একেবারে বোল্ট আইলুকে সোশ্যাল মিডিয়াম ভাইরাল হয়ে উঠেছেন অভিনেত্রী। বোল্ড মেকআপ সাথে ঘন কালো কাজল, এক আলাদাই সৌন্দর্য ছিল।
কালো রঙের এই স্লিভলেস চুড়িদারে তাকে সাবেকি লাগছিলো তবে আসল সৌন্দর্য তার হাসিতেই! যাতে সবাই ঘায়েল হয়েছে। এই পোশাকে তার ফটোশুট দুর্দান্ত এসেছিল।
বোহেমিয়ান সাজেও কিছু কম যান না অভিনেত্রী ! সৌন্দর্য যে যেকোনো কিছুতেই হতে পারে, তা আরও একবার প্রমাণ করেছেন অভিনেত্রী। ফ্লোরাল প্রিন্টের এই ড্রেসের সাথে হাই-বুট, মুখে বোহেমিয়ানের মেকআপ, সবকিছুই সুন্দর করে তুলেছে অভিনেত্রীকে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি