Skin Care Tips: এক টুকরো আলুর কামালে দু’দিনেই দূর হবে মুখের কালো দাগ! জেনে নিন পদ্ধতি
ত্বকের নানান দাগছোপ শুধুমাত্র দুদিনেই দূর করে দেবে, এই আলুর তৈরির নানান উপাদান।

Potato Skin Care: যেকোনো তরকারির সাথে যার যুগলবন্দী সকলকে মুগ্ধ করে তোলে, সেটি হল আলু (Potato)। ডালের সাথে ভাজাহোক কিংবা তরকারির সাথে, সবকিছুতেই আলুর জুড়ি মেলা ভার। আবার বিরিয়ানির আলু এক আলাদা আবেগ। তবে শুধু খাওয়ার পাতে নয়, ত্বকেও জেল্লৃ বাড়াতে পারে এই আলু। ত্বকের নানান দাগছোপ শুধুমাত্র দুদিনেই দূর করে দেবে, এই আলুর তৈরির নানান উপাদান। তাহলে আর দেরি না করে দেখে নিন আলু ফেসিয়ালের (Potato Facial) কিছু ঘরোয়া উপায়।
Skin Care: Potato Facial Tips
Potato as Cleanser: আলুর তৈরি ফেসিয়ালের প্রথম ধাপ হল ক্লিনজিং আর সেই জন্য নিতে হবে আলুর রস। যেটি তৈরি করার জন্য মিক্সিতে কিছুটা আলু পেস্ট করে রস বের করে নিতে হবে। এর সাথে দিতে হবে ১ চামচ লেবুর রস, ১ চামচ কাঁচা দুধ। এবার তুলোর সাহায্যে এটি মুখে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে।
Potato as Scrubber: একটি পাত্রে ১ চামচ চালের গুঁড়ো, ১ চামচ আলুর রস এবং ১ চামচ টক দই দিয়ে, তা মুখে ভালো করে ঘষতে থাকুন। এটি স্ক্রাবারের মতো কাজে দেয়। ত্বকের যাবতীয় কালো দাগছোপ দূর করে দেয় অতি সহজেই। মুখ করে তোলে পরিষ্কার এবং উজ্জ্বল।
Potato Massage: ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করার জন্য ম্যাসাজ করা একান্ত আবশ্যক। এক্ষেত্রে বেশ কাজে দেবে আলুর তৈরি বিশেষ উপাদান। এর জন্য নিতে হবে ২ চামচ আলুর রস, ১ চামচ অ্যালোভেরা জেল, ১ নারিকেল তেল। এরপরে এটি মুখে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। এতে যাবতীয় দাগ থেকে দূর হয়ে যাবে।
Potato Facepack: ফেসিয়াল প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে গেলে শেষে দিতে হবে একটি বিশেষ ফেসপ্যাক। এর জন্য নিতে হবে আলুর তৈরি বিশেষ প্যাক। এতে লাগবে পেস্ট করে নেওয়া আলু, আলুর রস কিন্তু নয়, ২ চামচ কাঁচা দুধ, ১ চামচ চন্দন পাউডার, ১ চামচ লেবুর রস।এটি মুখে ১৫ মিনিট পর্যন্ত মেখে রেখে দিতে হবে। এরপর ধুয়ে নিলেই ত্বক হয়ে যাবে একেবারেই জেল্লাদার।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি