Skin Care Tips: লোমহীন মসৃণ ত্বক পেতে চান? বাড়িতেই বানিয়ে ফেলুন ১০ টি সেরা স্ক্রাব
বাড়িতে বিশেষ কিছু ঘরোয়া উপাদানের সাহায্যেই ত্বক করে তোলা যাবে লোমহীন, মসৃণ, নরম এবং উজ্জ্বল।

Skin Care Tips: লোমহীন উজ্জ্বল ও মসৃণ ত্বক যেকোনো মহিলার কাছে স্বর্গসম! তবে এই মসৃণ ও উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য ছুটতে হবে না পার্লার পর্যন্ত। বাড়িতে বিশেষ কিছু ঘরোয়া উপাদানের সাহায্যেই ত্বক করে তোলা যাবে লোমহীন, মসৃণ, নরম এবং উজ্জ্বল। আজকের এই প্রতিবেদনে রইল দশটি সেরা স্ক্রাবের সন্ধান।
Skin Care Tips: 10 Scrub for Hairless Body
- চিনির স্ক্রাব
চিনির সঙ্গে নারকেল বা বাদাম তেল মিশিয়ে একটি দুর্দান্ত এক্সফোলিয়েটিং স্ক্রাবটি তৈরি করে নেওয়া যাবে। এটি ত্বককে মসৃণ করে তোলার পাশাপাশি ত্বকের মৃত কোষওগুলিও দূর করবে।
- কফি স্ক্রাব
এক্সফোলিয়েটিং স্ক্রাবের মধ্যে অন্যতম হল এই কফি স্ক্রাব। ত্বক থেকে মৃত কোষ দূর করার পাশাপাশি কফিতে থাকা ক্যাফেইন ত্বককে টানটান ও মসৃণ রাখতে সাহায্য করবে।
- ওটমিল স্ক্রাব
দুধ ও দইয়ের সঙ্গে ওটমিল মিশিয়ে তৈরি করা যাবে এই দুর্দান্ত স্ক্রাবটি। যেটি ত্বককে সংবেদনশীল করে তুলবে।
- সামুদ্রিক লবণের স্ক্রাব
সামুদ্রিক লবণ, কয়েক ফোঁটা এসেনশিয়াল ওয়েল এবং ক্যারিয়ার অয়েল মিশিয়ে তৈরি করে নেওয়া যাবে এই দুর্দান্ত এক্সফোলিয়েন্ট স্ক্রাবটি। এটি ত্বককে সুন্দর করে তুলবে এবং ত্বক থেকে মৃত কোষ দূর করবে।
- চালের স্ক্রাব
চাল গুঁড়ো করে তার সঙ্গে জল বা দই মিশিয়ে একটি দুর্দান্ত এক্সফোলিয়েন্ট স্ক্রাব তৈরি করা যেতে পারে। এটি ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তুলবে।
- মধু ও ব্রাউন সুগার স্ক্রাব
মধুর সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে একটি চটচটে ও কার্যকরী স্ক্রাব তৈরি করে নেওয়া যেতে পারে। এই বিশেষ স্ক্রাবটিতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়ার গুণাবলী। এটি ত্বককে ভিতর থেকে আর্দ্র করে তুলবে।
- বেকিং সোডার স্ক্রাব
বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে একটি দুর্দান্ত এক্সফোলিয়েটিং স্ক্রাব তৈরি করা যেতে পারে । এটি ত্বককে সুন্দর ও টানটান করে তুলবে।
- ফলের স্ক্রাব
পেঁপে,আনারসের মতো ফল দিয়ে তৈরি করা যেতে পারে দুর্দান্ত একটি স্ক্রাব। এটি ত্বককে উজ্জ্বল করে তুলবে।
- দই ও বাদাম স্ক্রাব
পুষ্টিকর এবং এক্সপোলিয়েটিং স্ক্রাবের মধ্যে এই বাদাম ও দইয়ের স্ক্রাব হল অন্যতম।
- জোজোবা স্ক্রাব
জোজোবা স্ক্রাব হল একটি অন্যতম ভালো এক্সফোলিয়েটিং স্ক্রাব। এটি ত্বককে ভিতর থেকে জেল্লাদার করে তুলবে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি