লাইফস্টাইল

Aloe Vera: এই ভাবে ব্যবহার করুন অ্যালোভেরা, ত্বক হবে সোনার মত উজ্জল

গরমের দিনে ত্বক ভালো রাখতে অ্যালোভেরার Aloe Vera ব্যবহারের কথা জানিয়েছেন চিকিৎসকেরা

Advertisement
Advertisements

Aloe Vera : গরমের প্রকট তাপে এবং সূর্যরশ্মির বাড়বাড়ন্তে ত্বকের অবস্থাও খুব একটা ভালো নয়। অত্যাধিক সূর্যালোকে ত্বকে ট্যান পড়ে যাচ্ছে। এর পাশাপাশি এলার্জি, ফুসকুড়ি নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। সেই কারণে প্রয়োজন হচ্ছে বাড়তি যত্নের। দিনে দুবার ফেসওয়াশ দেয়ার পাশাপাশি সপ্তাহে অবশ্যই তিন দিন স্ক্রাবার ব্যবহার করতে বলছেন চিকিৎসকেরা।

ত্বকচর্চায় অ্যালোভেরা (Aloe Vera)

Aloe Vera

এর পাশাপাশি গরমের দিনে ত্বক ভালো রাখতে অ্যালোভেরার Aloe Vera ব্যবহারের কথা জানিয়েছেন তারা। গরমকালে খুব উপাদেয় কাজ দেয় এই অ্যালোভেরা জেল। বিভিন্ন রূপচর্চার জিনিসে উপস্থিত থাকে অ্যালোভেরা জেল, যা ত্বকের নানান সমস্যার সমাধান করে। গরমের দিনে ত্বকের প্রদাহ কমিয়ে তোলে। এছাড়াও এর সাথে মেশাতে পারেন বিশেষ কিছু উপাদান, তাহলে ত্বক আরো বেশি উজ্জ্বল হয়ে উঠবে।

আরো পড়ুন : ত্বক হবে মাখনের মত তুলতুলে, দামী ক্রিমের ব্যবহার বন্ধ করে মেনে চলুন এই ৮ টি ঘরোয়া টোটকা

অ্যালোভেরার গুনগুন

Aloe Vera

 

  • মধ্যে প্রথমেই রয়েছে ভিটামিন-ই, যেটি আমাদের ত্বককে ভীষণভাবে উজ্জ্বল করে তোলে।
  • অ্যালার্জি, ফুসকুড়ির মত সমস্যা থাকলে অ্যালোভেরা জেল এর সাথে ভিটামিন ই ক্যাপসুল, নিমপাতা বাটা মিশিয়ে লাগানো যেতে পারে। এতে মুখের কালো দাগও উঠে যায়।
  • শরীরের বিভিন্ন জায়গার পাশাপাশি মুখে এবং ঘাড়ে ভালো করে অ্যালোভেরা জেল নিয়মিত লাগানো উচিত। এর সাথে গ্রিন টিও নেওয়া যেতে পারে। এতে ত্বকের বিভিন্ন অংশের ট্যান দূর হয়। কুড়ি মিনিট পর্যন্ত এটি করে, শুকিয়ে গেলেই জলে ধুয়ে নিতে হবে।
  • যাদের ব্রণ ও বা এলার্জির সমস্যা রয়েছে, তারা ক্রিমের বদলে অ্যালোভেরা জেল লাগাতে পারে। এতে ত্বকের আদ্রতাও ফিরে আসে।

Related Articles