ভাইরালভিডিও

Smart Nandini Didi: বাবার বয়সী বৃদ্ধ কাস্টমারকে সাপটে চড় মারলেন স্মার্ট দিদি নন্দিনী, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

শুধু তিনি নয় তার সাথে রয়েছেন তার বাবাও হাতে থাকা বাসন দিয়ে মারতে শুরু করলেন লোকটিকে।

Advertisements

Smart Nandini Didi: সোশ্যাল মিডিয়া জুড়ে ফুড ব্লগারদের এখন একটাই টপিক আর সেটা হল নন্দিনী দিদি (Smart Nandini Didi)। বিবাদীবাগ লেনের স্মার্ট নন্দিনী দিদি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার একাংশ জুড়ে রয়েছে। ফুটপাতে তার হোটেল বলা বাহুল্য তার বাবার ভাতের হোটেল, সেখানেই এখন খাবার পরিবেশন থেকে শুরু করে খাবার রান্নার কাজ করেন নন্দিনী। তাকে দেখতে প্রতিদিন হাজারো ফুড ভ্লগার হাজির হয়। তার ফুটপাতের হোটেলের সামনে নিত্যদিন হাজারো অফিস কর্মী থেকে শুরু করে পথ চলতি মানুষেরা আসে। তারা রাস্তার ধারের হোটেলে বসেই খাবার খায়। আবার ফুড ব্লগাররাও তার ভিডিও করে ব্যাপক জনপ্রিয়তা পায়। নানান সময়ে নানান কর্মকান্ড করে বসেন এই নন্দিনী (Smart Nandini Didi)। তবে এবার এক কুরুচিকর দৃশ্যের সাক্ষী হল সকলে।

Smart Nandini Didi’s Incident

Smart Nandini Didi'

বিভিন্ন ভিডিওতে নানান কর্মকাণ্ড করতে দেখা যায় তাকে। কখনো রান্না করছেন, কখনো বা খাবার পরিবেশন করছেন, আবার কখনো জিন্স ও টপ পরে ভ্লগারদের সামনে মুখরোচক কথাও বলছেন। তবে এবার কিনা তিনি একেবারে ঝাঁপিয়ে পড়লেন এক কাস্টমারের ওপরে ! বাবার বয়সী এক কাস্টমারকে চড় পর্যন্ত মারলেন। শুধু তিনি নয় তার সাথে রয়েছেন তার বাবাও হাতে থাকা বাসন দিয়ে মারতে শুরু করলেন লোকটিকে। ভিডিওটি দেখেই বোঝা গেছে, রীতিমত মারামারি শুরু হয়েছে দুই পক্ষের মধ্যে।

Advertisements

Viral Social Media Post

স্বাভাবিকভাবেই সেই দিনে ওখানে উপস্থিত ছিলেন অনেক ফুড ভ্লগার। তাদের ভিডিও থেকেই এমন দৃশ্য ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের নানান মন্তব্যে ভরে উঠেছে ভিডিওর কমেন্ট বক্স। বাবার বয়সী একটি লোকের গায়ে কি করে কোনও ভদ্র বাড়ির মেয়ে হাত দিতে পারে, এই নিয়ে উঠে হাজারো প্রশ্ন। তবে এর পিছনে লুকিয়ে থাকা আসল কারণটা এখনো পর্যন্ত অধারা!

দাদার বিয়েতে শাড়ি পরে ‘সারারা সারারা’ গানে উদ্দাম নাচ সুন্দরী বোনের, তুমুল ভাইরাল ভিডিও

রুপে-গুনে বা মাধুর্য কিছুই কম নয় নন্দিনীর । এর আগে নামিদামী কোম্পানিতে কাজ করতেন, তারপরে বাবার সাথে এসে হাত লাগান বাবারই ফুটপাতের হোটেলে। তাকে অবশ্য অনেকেই সহ্য করতে পারে না। তবে এই ভিডিও বর্তমানে রীতিমতো নেগেটিভিটি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াম।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles