ভাইরালভিডিও

Viral video: ছাগলের ট্রেনের টিকিট! আদিবাসী মহিলার সততা দেখে মুদ্ধ নেটপাড়া

বিভিন্ন প্রান্তের খুঁটিনাটি তথ্য সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ মানুষের সামনে প্রতিমুহূর্তে উন্মোচন হচ্ছে।

Advertisements

Viral Video: বর্তমানে ইন্টারনেটের যুগে মানুষ তার দৈনন্দিন জীবনে এমন কিছু ঘটনার সাক্ষী হয় যা অবাক করার মতো। আজকাল হাতে থাকা মুঠোফোন ও সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষ পৃথিবীর যেকোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনার সাক্ষী। এই সকল ঘটনা কখনো মানুষকে আনন্দ দেয় আবার কখনো দুঃখ। আবার অনেক সময় পৃথিবীর এক প্রান্তে বসে অপর প্রান্তে থাকা মানুষের কোনো অপকর্মের জন্য ধিক্কার জানায় মানুষ। বিভিন্ন প্রান্তের খুঁটিনাটি তথ্য সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ মানুষের সামনে প্রতিমুহূর্তে উন্মোচন হচ্ছে।

Woman buys ticket for pet goat to travel on train

Viral Video

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে তেমনই একটি ঘটনা সকলের সামনে এসেছে। যেখানে একজন গ্রামীণ মহিলার সততা এবং সরলতার প্রমাণ মিলেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা গিয়েছে, ট্রেনের একজন টিকিট পরীক্ষক ট্রেনে ভ্রমণরত এক মহিলার কাছে টিকিট দেখতে চাইলে মহিলা তার নিজের টিকিট দেখান। এরপর টিকিট পরীক্ষক মজার ছলেই জিজ্ঞেস করেন, ‘ছাগলের জন্যও টিকিট কেটেছেন?’ এই প্রশ্নেই একগাল হেসে তিনি উত্তর দেন ‘হ্যাঁ’। মহিলাটি তার সঙ্গে থাকা ছাগলের টিকিটও দেখান টিকিট পরীক্ষককে। মহিলার এই কান্ডে স্বভাবতই খুশি হয়েছেন টিকিট পরীক্ষক। তিনি মহিলা এবং তার পোষ্য ছাগলের টিকিটের ছবিও ভিডিয়োতে দেখিয়েছেন।

Advertisements

চন্দ্রযানের নায়ককে উড়ানে পেয়ে গর্বিত! ইন্ডিগোর উড়ানে উষ্ণ অভ্যর্থনা ইসরো প্রধানের

Viral Video

বর্তমানে মানুষের নিত্যদিনের যাতায়াতের অন্যতম মাধ্যম হলো লোকাল ট্রেন। এই লোকাল ট্রেনে মাঝেমধ্যেই টিকিট না কাটার অভিযোগ ওঠে যাত্রীদের বিরুদ্ধে। সেই জায়গায় নিজের পোষ্যের জন্য টিকিট কেটেছেন এই মহিলা। যা রীতিমতো অবাক করেছে নেটিজেনদের। এক্স তথা পূর্বের টুইটারে ভিডিয়োটি শেয়ার করেছেন আইএএস অফিসার অবনীশ শরণ। যা মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral Video) হয়ে গিয়েছে। অসংখ্য মানুষ ভিডিওটিতে (Viral Video) নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একইসঙ্গে সরল গ্রামবাসী মহিলার সততায় মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। কেউ বলেছেন, ‘ওঁনার সরল হাসিই সততার পরিচয় দেয়।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘গরীবরা ধনী মানুষের চেয়ে বেশি সৎ’। আরেকজন লিখেছেন ‘এই ধরনের সৎ লোকদের কারণেই ভারত উন্নতি করছে এবং ভাল করছে।’

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles