Soumitrisha Kundu: নিজের জন্য বর খুঁজছেন ‘ মিঠাই’ সৌমিতৃষা!
দর্শকের মনে দাগ কেটেছিল মিঠাই ধারাবাহিকের প্রতিটি চরিত্র। সেই একইভাবে চর্চায় উঠে এসেছিলেন মিঠাই ধারাবাহিকের নায়িকা সৌমীতৃষা।

Soumitrisha Kundu: কয়েক মাস আগেও জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় ছিল মিঠাই (Mithai)। দর্শকের মনে দাগ কেটেছিল মিঠাই ধারাবাহিকের প্রতিটি চরিত্র। সেই একইভাবে চর্চায় উঠে এসেছিলেন মিঠাই ধারাবাহিকের নায়িকা সৌমীতৃষা। মিঠাই ধারাবাহিকে তার অভিনয় নজর কেড়েছিল সকল দর্শকের। খুব শীঘ্রই টলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী। দেবের নায়িকা হিসাবে স্ক্রীন শেয়ার করবেন তিনি।
Soumitrisha Kundu
ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবন তাকে নিয়ে চর্চার অন্ত নেই। একসময় আদৃতের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়ালেও আদৃত বর্তমানে প্রেম করছেন মিঠাই ধারাবাহিকের দিদিয়া ওরফে কৌশাম্বির সঙ্গে। তবে সকলের মনে এখন একটাই প্রশ্ন তাদের প্রিয় অভিনেত্রী বর্তমানে কার প্রেমে পড়েছেন ? কার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী জানতে উৎসুক সকলেই।
Soumitrisha kundu Exclusive Interview
সম্প্রতি এক বিশ্বস্ত সংবাদমাধ্যমের কাছে নিজের বিয়ে প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী। অভিনেত্রী জানিয়েছেন, বর হিসাবে কোনো ডাক্তারকেই পছন্দ করবেন তিনি। তিনি আরও যোগ করেন, তার বর হবে কেয়ারিং, রান্না করে খাওয়াবে তাকে। তিনি জানান, মিঠাইয়ের সেটে একবার তিনি খুব অসুস্থ হয়ে পড়লে ডাক্তার ডাকা হয়। কিন্তু তিনি ভেবেছিলেন হ্যান্ডসাম কেউ আসবে তবে সেই জায়গায় এসেছিল এক ডাক্তার কাকু।
তবে বর্তমানে অভিনেত্রীর তাঁর জীবনে কোনও প্রেম বা বিয়ের সময় নেই। তিনি জানিয়েছেন, তাঁর গলায় মালা দিতে চাইলে অন্তত ৭-৮ বছর অপেক্ষা করতে হবে। তারপর প্রেম এবং তারপর বিয়ে। আপাতত প্রধানের শুটিং-এ ব্যস্ত অভিনেত্রী। দেব ছাড়াও প্রধান ছবিতে দেখতে পাওয়া যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়কে। পরিচালনায় রয়েছেন অভিজিৎ সেন ও প্রযোজনায় অতনু রায়চৌধুরী।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি